ATK Mohun Bagan : দুই প্রধান রাজি হলেও কলকাতা লিগে সবুজ-মেরুনের খেলা নিয়ে ধোঁয়াশা! কিন্তু কেন?

ATK Mohun Bagan : সোমবার কলকাতা লিগের একটা ডামি ফিক্সচার তৈরি করে ক্লাবগুলোকে দেবে আইএফএ। তার পরই সূচি নিয়ে নিজেদের মতামত আইএফএ-কে জানিয়ে দেবে ক্লাবগুলো।

Updated By: Sep 17, 2022, 10:04 PM IST
ATK Mohun Bagan : দুই প্রধান রাজি হলেও কলকাতা লিগে সবুজ-মেরুনের খেলা নিয়ে ধোঁয়াশা! কিন্তু কেন?
কলকাতা লিগের ডার্বি আয়োজন নিয়ে তীব্র জটিলতা। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আচ্ছা আইএসএল-এর (ISL 2022-23) ডার্বির (Derby) আগে কি ফের একবার ৯০ মিনিটের যুদ্ধে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী? ডুরান্ড কাপের (Durand Cup) ডার্বি পর ফের একবার যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি কি ফের ভরে উঠবে? সঠিক উত্তর নেই বঙ্গ ফুটবল সংস্থা আইএফএ-এর (IFA) কাছে। কারণ ইস্টবেঙ্গল (East Bengal) ও মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) কলকাতা লিগ (Calcutta Premier League) খেলার ব্যাপারে সম্মতি দিলেও, এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) তরফ থেকে এখনও ব্যাপারটা ঝুলিয়ে রাখা হয়েছে। সবুজ-মেরুন বাহিনীর লিগ খেলার ব্যাপারে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। শনিবারের বৈঠকের পরও সেই উত্তর মিলল না। 

প্রিমিয়ার লিগের সুপার সিক্স পর্ব শুরু হওয়ার আগে এ দিন ছ'টি দলকে নিয়ে বৈঠকে বসেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান, মহমেডান স্পোর্টিংয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে। একই সঙ্গে ভবানীপুর, এরিয়ান এবং খিদিরপুরের প্রতিনিধিরাও ছিলেন। তবে সুপার সিক্সের সূচি তৈরি করার আগেই চাপে আইএফএ। কলকাতা লিগ খেলার ব্যাপারে শনিবার আইএফএ-কে সবুজ সংকেত দিতে পারল না এটিকে মোহনবাগান। 

এ দিন এটিকে মোহনবাগান নিজেদের আপত্তির কথা জানায়। এর আগে একাধিক ফুটবলার জাতীয় দলে চলে যাওয়ার কারণ দেখিয়ে কলকাতা লিগে খেলতে অস্বীকার করেছিল সবুজ-মেরুন। তবে শুক্রবার ইগর স্তিমাচের (Igor Stimac) বেছে নেওয়া দলে এটিকে মোহনবাগানের থেকে মাত্র তিন জন সুযোগ পেয়েছেন। ভারতীয় দলে প্রীতম কোটাল (Pritam Kotal), শুভাশিস বসুদের (Subasish Bose) জায়গা হয়নি। তবুও সবুজ-মেরুন এখন খেলতে রাজি হচ্ছে না। শোনা যাচ্ছে এটিকে মোহনবাগানের কোনও রিজার্ভ দল নেই। কলকাতা লিগ খেলার জন্য ডামি সূচি দেখার পরই সিদ্ধান্ত জানাতে পারবে সবুজ-মেরুন। ডামি সূচি পাওয়ার পর এফএসডিএল-এর আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এটিকে মোহনবাগান। তারপরই আইএফএ-কে জানিয়ে দেবে কলকাতা লিগে সবুজ-মেরুন বাহিনীকে দেখা যাবে কিনা। 

আরও পড়ুন: Bhaichung Bhutia : ফের ফেডারেশনের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটালেন 'পাহাড়ি বিছে', জবাব দিলেন সভাপতি কল্যাণ

আরও পড়ুন: Indian Football team : বঙ্গব্রিগেডকে ছেঁটে সুনীলকে রেখেই দল গড়লেন স্তিমাচ, কেমন হল টিম ইন্ডিয়া?

সোমবার কলকাতা লিগের একটা ডামি ফিক্সচার তৈরি করে ক্লাবগুলোকে দেবে আইএফএ। তার পরই সূচি নিয়ে নিজেদের মতামত আইএফএ-কে জানিয়ে দেবে ক্লাবগুলো। লিগ শুরু আর শেষের তারিখ জানতে চেয়েছে ছোট ক্লাবগুলো। কারণ সেই মতো ফুটবলারদের বেতন দিতে হবে। অক্টোবরের শেষে শুরু হবে আই লিগ। ডামি সূচি পাওয়ার পরই তা নিয়ে নিজেদের মতামত জানাবে মহমেডান। অন্যদিকে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল থাকায় কলকাতা লিগে খেলতে কোনও অসুবিধে নেই।

মহালয়ার পর থেকে বড় ক্লাবগুলোর ম্যাচ করতে সমস্যায় আইএফএ। কারণ পুলিশের অনুমতি প্রয়োজন। সেক্ষেত্রে দুর্গাপুজোর কার্নিভালের পর ফের বড় ক্লাবগুলোর ম্যাচ করতে হবে। তাই অক্টোবরেও চলবে কলকাতা লিগ। ৭ অক্টোবর আবার থেকে শুরু হবে আইএসএল। তাই নাকি কলকাতা লিগে খেলা নিয়ে সমস্যা রয়েছে সবুজ-মেরুনের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

.