ISL-এ 'এটিকে মোহনবাগান'-কে স্বাগত জানিয়ে কী বললেন নীতা আম্বানি, জেনে নিন
দুই চ্যাম্পিয়ন দল হাতে হাত মিলিয়ে এটিকে মোহনবাগান নামে আইএসএল খেলবে।
নিজস্ব প্রতিবেদন: এবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে। আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান। দুই চ্যাম্পিয়ন দল হাতে হাত মিলিয়ে এটিকে মোহনবাগান নামে আইএসএল খেলবে। এশিয়া ফুটবল ছাপ ফেলাই এখন নতুন টার্গেট এটিকে মোহনবাগান এফসি-র। FSDL এর চেয়ারপারসন নীতা আম্বানি নতুন নামে দলকে আইএসএলে স্বাগত জানিয়ে আন্তর্জাতিক আঙিনায় খেতাব জয়ের সম্ভবনার কথা বলছেন।
A historic union and the dawn of a new era #HeroISL @ATKFC @Mohun_Bagan pic.twitter.com/0YmJZf40qN
— Indian Super League (@IndSuperLeague) July 10, 2020
নীতা আম্বানি বলেন, "আমরা ভারতীয় ফুটবলের দুই পাওয়ার হাউস এটিকে এবং মোহনবাগানের সংযুক্তিতে খুবই আনন্দিত। আমি ইন্ডিয়ান সুপার লিগে ভারতের অন্যতম প্রবীণ এবং ঐতিহ্যশালী ক্লাব মোহনবাগানকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এবং সঞ্জীব গোয়েঙ্কাকে অভিনন্দন জানাই মুক্ত হস্তে আই লিগ চ্যাম্পিয়নদের গ্রহণ করার জন্য।"
“The coming together of these two heavyweights marks a momentous chapter in the history of Indian sports," Mrs. Nita Ambani, Founder & Chairperson - FSDL.
More details https://t.co/YZoEjYR7CQ
— Indian Super League (@IndSuperLeague) July 10, 2020
এর পাশাপাশি তিনি আরও বলেন, "এই দুই হেভিওয়েট ক্লাবের সংযুক্তি ভারতীয় ক্রীড়াক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে। ‘এটিকে মোহনবাগান এফসি’ কেবলমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতীয় ফুটবল নয়, আন্তর্জাতিকভাবেও যথেষ্ট সম্ভাবনা রাখে! কারণ এএফসি প্রতিযোগিতায় আমরা ভারতীয় ক্লাবগুলিকে শক্তিশালী দল হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। "
আরও পড়ুন - নতুন নাম এটিকে মোহনবাগান; লোগোতে পাল তোলা নৌকা, জার্সির রঙ কী জেনে নিন