হাবাস বনাম অ্যাটলেটিকো দ্য কলকাতা দ্বৈরথে জিতল কে?
হাবাস বনাম অ্যাটলেটিকো দ্য কলকাতা দ্বৈরথে বাজিমাত করলেন এটিকের প্রাক্তন কোচ। নিজেদের ডেরায় জ্বলে উঠল হাবাসের টিম পুণে সিটি। সুপার সান্ডের মেগা ম্যাচে এটিকেকে দুই-এক গোলে হারিয়ে দিল ঋতিক রোশনের দল। খারাপ সময় কাটিয়ে নিজের প্রাক্তন দলকে হারিয়ে অবশেষে হাসি ফুটল হাবাসের মুখে। অ্যাটলেটিকো ছাড়ার পর প্রথমবার পুরনো দলের বিরুদ্ধে অন্যদিকের বেঞ্চে বসেছিলেন হাবাস। ম্যাচটা ছিল তার কাছে মর্যাদার লড়াই। মেগা ম্যাচে কোচকে জয় উপহার দিলেন পুণের ফুটবলাররা। ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচের রিমোট কন্ট্রোল ছিল পুণের হাতে। প্রতিপক্ষের আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছিলেন বর্হা, অর্ণবরা। চল্লিশ মিনিটে হেডে গোল করে পুণেকে এগিয়ে দেন এডুয়ার্ডো।
ওয়েব ডেস্ক: হাবাস বনাম অ্যাটলেটিকো দ্য কলকাতা দ্বৈরথে বাজিমাত করলেন এটিকের প্রাক্তন কোচ। নিজেদের ডেরায় জ্বলে উঠল হাবাসের টিম পুণে সিটি। সুপার সান্ডের মেগা ম্যাচে এটিকেকে দুই-এক গোলে হারিয়ে দিল ঋতিক রোশনের দল। খারাপ সময় কাটিয়ে নিজের প্রাক্তন দলকে হারিয়ে অবশেষে হাসি ফুটল হাবাসের মুখে। অ্যাটলেটিকো ছাড়ার পর প্রথমবার পুরনো দলের বিরুদ্ধে অন্যদিকের বেঞ্চে বসেছিলেন হাবাস। ম্যাচটা ছিল তার কাছে মর্যাদার লড়াই। মেগা ম্যাচে কোচকে জয় উপহার দিলেন পুণের ফুটবলাররা। ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচের রিমোট কন্ট্রোল ছিল পুণের হাতে। প্রতিপক্ষের আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছিলেন বর্হা, অর্ণবরা। চল্লিশ মিনিটে হেডে গোল করে পুণেকে এগিয়ে দেন এডুয়ার্ডো।
আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!
গোল করার কয়েক মিনিট আগে চোখের তলায় চোট পেয়েছিলেন এই ফুটবলার। মনে হয়েছিল তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এরই মধ্যে গোল করে যান এড়ুয়ার্ডো। বাহান্ন মিনিটে প্রীতম কোটাল হ্যাডবল করায় পেনাল্টি পায় হাবাস ব্রিগেড। আনিবেলের গোলে ব্যবধান আরও বাড়ে। লড়াই কঠিন হয়ে যায় মোলিনার দলের সামনে।এরই মধ্যে পোস্তিগাকে বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় কলকাতা। হিউমের গোলে ম্যাচে ফিরলেও শেষরক্ষা হয়নি। হাবাসের কাছে ডুয়েলে হেরে কলকাতায় ফিরছে অ্যাটলেটিকো। আট ম্যাচের এটিকের পয়েন্ট বারো।
আরও পড়ুন কথা অনেকেই দিয়েছিলেন, প্রচারও হয়েছিল, তবুও ভাল নেই সিদ্দিকা