ATKMB vs BFC: Sunil Chhetri দের বিরুদ্ধে ম্যাচ অত্যন্ত কঠিন হবে, বলছেন Habas

এশিয়ায় 'অল ইন্ডিয়ান অ্যাফেয়ার'

Updated By: Aug 16, 2021, 06:19 PM IST
ATKMB vs BFC: Sunil Chhetri দের বিরুদ্ধে ম্যাচ অত্যন্ত কঠিন হবে, বলছেন Habas

নিজস্ব প্রতিবেদন: এএফসি কাপের (AFC Cup) প্লে-অফে বেঙ্গালুরু এফসি জয় ছিনিয়ে নিয়েছে।  জয়েশ রানের গোলে মলদ্বীপের ক্লাব ঈগলসকে ১-০ হারিয়ে দিয়েছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri) অ্যান্ড কোং। এর ফলে এএফসি কাপের গ্রুপ ডি-তে আগামী বুধবার এটিকে মোহনবাগানের মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু। এশিয়ায় 'অল ইন্ডিয়ান অ্যাফেয়ার' অত্যন্ত কঠিন হবে বলেই মনে করছেন এটিকেএমবি-র কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস (Habas)

বেঙ্গালুরুকে রিতীমতো সমীহ করছেন এটিকেএমবি। ইন্ডিয়ান সুপার লিগে সুনীলদের বিরুদ্ধে রয় কৃষ্ণাদের ট্র্যাক রেকর্ড অত্যন্ত ভাল। তবুও সাবধানী স্প্যানিশ কোচ হাবাস। ম্যাচের আগে তিনি বলেন,"বেঙ্গালুরু এফসি বেশ কিছু নতুন বিদেশি ফুটবলারকে সই করিয়েছে। কোচিং স্টাফেও এসেছে বদল। দলের শক্তিতে পরিবর্তন এসেছে। ম্যাচ অত্যন্ত কঠিন হবে। সবচেয়ে বড় ব্যাপার আমরা একে অপরকে চিনি। প্রচুর ম্যাচ খেলেছি। জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হবে।"

আরও পড়ুন: পঞ্চমীর দিন এফডি ভেঙে East Bengal কে ৫০ হাজার টাকা দিয়েছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়

বেঙ্গালুরুর বিরুদ্ধে অতীতের ম্যাচ নিয়ে ভাবিত নন হাবাস। তিনি বলেন, "অতীতের ম্য়াচের ফল ইতিহাস হয়ে গিয়েছে। বাস্তবে প্রতিটি নতুন ম্য়াচ নতুন চ্যালেঞ্জ। নতুন পরিবেশ। নতুন মাঠ। দ্রুত আমাদের মানিয়ে নিতে হবে। এসবের ওপরেই ম্যাচের ভাগ্য অনেকটা নির্ভর করছে। সবচেয়ে বড় ব্যাপার এটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। সবাই নিজেদের প্রতিষ্ঠা করার জন্য মরিয়া।"

সুনীলরা ২০১৬ সালের এএফসি রানার্স। এটিকে এমবি ও বেঙ্গালুরু এফসি, এই দুই দলই ভারত থেকে এএফসি কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে এবার। এটিকেএমবি ও বেঙ্গালুরু দারুণ দল করেছে এবার। এখন দেখার এএফসি কাপে কতদূর যেতে পারে তারা!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.