শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে অ্যাটলেটিকো দ্য কলকাতা

শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে পুণের বিরুদ্ধে আজ নামছে অ্যাটলেটিকো দ্য কলকাতা। গতম্যাচে কেরালাকে হারিয়ে অ্যাটলেটিকোর আত্মবিশ্বাস তুঙ্গে। অর্ণব,ন্যাটোরা যোগ দেওয়ায় বাড়তি অক্সিজেন পাচ্ছে হাবাসের দল।

Updated By: Oct 17, 2015, 02:33 PM IST
শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে অ্যাটলেটিকো দ্য কলকাতা

ওয়েব ডেস্ক: শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে পুণের বিরুদ্ধে আজ নামছে অ্যাটলেটিকো দ্য কলকাতা। গতম্যাচে কেরালাকে হারিয়ে অ্যাটলেটিকোর আত্মবিশ্বাস তুঙ্গে। অর্ণব,ন্যাটোরা যোগ দেওয়ায় বাড়তি অক্সিজেন পাচ্ছে হাবাসের দল।

অপরাজিত থেকে আইএসএলে পুণের মুখোমুখি হতে চলেছে অ্যাটলেটিকো দি কলকাতা। তিনটে ম্যাচ হয়ে গেলেও এখনও হারের মুখ দেখেনি হাবাসের দল। কলকাতাই একমাত্র দল যারা এখনও হারের স্বাদ পায়নি। অ্যাওয়ে ম্যাচেও অপরাজিত থাকার রেকর্ড অব্যাহত রাখতে মরিয়া এটিকে। এবারের আইএসএলেও চ্যাম্পিয়নের মতই খেলছেন হিউমরা। প্রথম কয়েকটা ম্যাচে হাবাসের দলকেই সবচেয়ে ব্যালান্সড দেখিয়েছে। বলজিত আর পোস্তিগাকে বাদ দিয়ে মোটামুটি সবাইকেই পাচ্ছেন হাবাস।

 জাতীয় দলের হয়ে খেলে ফিরে এটিকে-র জার্সিতে খেলতে তৈরি অর্ণব,রিনো,ন্যাটোরা। যা ডেভিড প্ল্যাটের দলের বিরুদ্ধে মাঠে নামার আগে বাড়তি স্বস্তি দিচ্ছে অ্যাটলেটিকো কোচকে। এবারের আইএসএলে সম্ভবত প্রথমবার ডিফেন্সে দেখা যাবে অর্ণব আর হোসেমি জুটিকে। আগের ম্যাচে দিল্লির কাছে হারলেও পুণেকে যথেষ্ট সমীহ করছে কলকাতা। রবার্তো কার্লোসের দলের কাছে হারের রেশ কাটিয়ে জয়ে ফিরতে মরিয়া ডেভিড প্ল্যাটের দল। এই ম্যাচেও রোটেশান পদ্ধতি চালু রাখতে চান পুণের কোচ। ফলে দলে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে।

 

.