Ashes 2021-22: অ্যাশেজে কোভিড হানা, ইংল্যান্ড দলে আক্রান্ত ৪, খেলা চলছে মেলবোর্নে!
অ্যাশেজে কাঁপুনি ধরাচ্ছে করোনা। এবার মেলবোর্ন টেস্ট চলাকালীন আত্রান্ত ইংল্যান্ডের চার।
নিজস্ব প্রতিবেদন: শুরু হয়েছে অ্যাশেজের তৃতীয় টেস্ট (Ashes Third Test)। বক্সিং-ডে টেস্টে মেলবোর্নে মুখোমুখি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (Australia VS England)। দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগেই কোভিড (COVID-19) আতঙ্ক কাঁপুনি ধরিয়েছে ইংল্যান্ড শিবিরে। জানা যাচ্ছে জো রুটের শিবিরে চারজনের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার পরেই নিভৃতবাসে পাঠানো হয়েছে। তাঁরা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ছেড়ে বেরিয়ে গিয়েছেন।
আরও পড়ুন: SA VS IND: 'কাটা যেতে পারে টাকা!' এই ভয়ে কোন বিতর্ক এড়ালেন ভারতের ক্রিকেটার?
এক বিবৃতিতে বলা হয়েছে, "ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে খবর পৌঁছে গিয়েছে যে, ইংল্যান্ড দলের দুই সাপোর্ট স্টাফ এবং তাঁদের পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হয়েছেন। ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তাঁদের শরীরে করোনার সন্ধান মিলেছে। আক্রান্তরা এখন আইসোলেশনে। পুরো ইংল্যান্ড টিম এবং সাপোর্ট স্টাফেদের সোমবার সকালেই ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে। সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। ইংল্যান্ড ক্রিকেট দলের পিসিআর পরীক্ষাও হবে। দুই দলই বাড়তি সতর্কতা অবলম্বন করবে।"
অ্যাডিলেড টেস্টের আগে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্সের (Pat Cummins) করোনা হয়েছিল। তিনি খেলেননি। তাঁর পরিবর্তে স্টিফ স্মিথ স্ট্যান্ড-ইন ক্যাপ্টেনের দায়িত্ব সামলান। তবে জানা যাচ্ছে যে, অ্যাশেজে করোনার প্রভাব পড়বে না। সিরিজ চলবে সূচি মেনেই। ঐতিহ্যের মহারণ চলবে। বিশ্বজুড়েই দাপট বেড়েছে ওমিক্রনের। করোনার নয়া প্রজাতি হানায় ফের বিপর্যস্ত ব্রিটেন, আমেরিকা-সহ ইউরোপ, এশিয়ার একাদিক দেশ। এদিকে ক্রিস্টমাস ও নতুন বছর উপলক্ষে সব দেশেই উৎসবের মরসুম। বাড়ছে করোনার দৈনিক সংক্রমণও। বাইশ গজেও তার প্রভাব পড়ছে। তৃতীয় ঢেউয়েরও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।