ইনিংস হার বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া-৮৫, ১২১/২, দক্ষিণ আফ্রিকা-৩২৬।
অস্ট্রেলিয়া ১২০ রানে পিছিয়ে, ৮ উইকেট হাতে।
ওয়েব ডেস্ক: অসি পেসার জোস হ্যাজেলউডের কামড়ে সত্ত্বেও ইনিংস হার বাঁচাতে কষ্ট হচ্ছে অস্ট্রেলিয়ার। হোবার্ট টেস্টে প্রথম ইনিংসে ২৪১ রানের লিড নিয়ে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে দক্ষিণ আফ্রিকা ইনিংস জয়ের স্বপ্ন দেখছে। তৃতীয় দিনের শেষে ইনিংস হার রুখতে অস্ট্রেলিয়ার চাই আরও ১২০ রান। হোবার্টে জিতে টেস্ট সিরিজে ২-০ লিড নিতে দক্ষিণ আফ্রিকার দরকার আর ৮ উইকেট।
ইনিংস হার বাঁচাতে লড়ছেন উসমান খোয়াজা (৫৬ নট আউট)। অসি ওপেনার জো বার্নাস (০) প্রথম বলেই আউট হয়ে যাওয়ার পর ওয়ার্নার-খোয়াজা লড়াই শুরু করেন। তবে শেন অ্যাবটের বলে ওয়ার্নার (৪৫) ফিরে যাওয়ার পর অসিদের নড়বড়ে দেখাচ্ছে। দ্বিতীয় ইনিংসে অ্যাবোটই দুটি উইকেট নিয়েছেন।
এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ৩২৬ রানে। কুইন্টন ডি কক দুরন্ত শতরান করেন। প্রোটিয়াদের লিড আরও বাড়তে পারত। তবে হেজেলউড ৬ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার লিডকে বেশীদূর বাড়তে দেয়নি।