Womens World Cup 2023: ইতিহাসের দীর্ঘতম পেনাল্টি শ্যুটআউট! ফ্রান্সকে হারিয়ে সেমিতে অজিরা
Australia vs France sees the longest penalty shootout in Women’s World Cup history: মেয়েদের বিশ্বকাপ দেখল ইতিহাসের দীর্ঘতম পেনাল্টি শ্যুটআউট। ফ্রান্সকে হারিয়ে অস্ট্রেলিয়া গেল সেমিফাইনালে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহিলাদের বিশ্বকাপ (FIFA Women's World Cup 2023) একেবারে অন্তিম লগ্নে। ফিফা-র শোপিস ইভেন্টের নবম সংস্করণ চলছে একসঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্য়ান্ডে (Australia and New Zealand)। শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ফ্রান্স (Australia vs France), ব্রিসবেনের ল্যাং পার্কে অনুষ্ঠিত ম্যাচে শেষ হাসি হাসল আয়োজক দেশ অস্ট্রেলিয়া। ১২০ মিনিট পর্যন্ত খেলা গোলশূন্য থাকায়, পেনাল্টি শ্যুটআউটে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। সেখানে ৭-৬ ব্যবধানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। অজিরা ২-০ গোলে ডেনমার্ককে হারিয়ে খেলতে নেমেছিল শেষ চার। অন্যদিকে ফরাসিরা ৪-০ গোলে মরক্কোকে হারিয়েছিল শেষ ষোলোয়। এদিন অজি বনাম ফ্রান্স ম্যাচে লেখা হল ইতিহাস। মেয়েদের বিশ্বকাপে দীর্ঘতম পেনাল্টি শ্যুটআউটের রেকর্ড হল। প্রতিটি দলই ১০টি করে শট নিয়েছিল এদিন!
আরও পড়ুন: Womens World Cup 2023: সূর্যোদয়ের দেশকে আঁধারে ডুবিয়ে সুইডিশরা সেমিফাইনালে
দেখে নেওয়া যাক মেয়েদের বিশ্বকাপে দীর্ঘতম পেনাল্টি শ্যুটআউটের খতিয়ান
১) অস্ট্রেলিয়া বনাম ফ্রান্স, ২০২৩ কোয়ার্টার ফাইনাল, ১০টি করে শট নেওয়া হয়, ৭-৬ জেতে অস্ট্রেলিয়া
২) সুইডেন বনাম আমেরিকা, ২০২৩ রাউন্ড অফ সিক্সটিন, ৭টি করে শট নেওয়া হয়, ৫-৪ জেতে সুইডেন
৩) ব্রাজিল বনাম নরওয়ে, ১৯৯৯ তৃতীয় স্থানের প্লে-অফ, ৬-৫ করে নেওয়া হয় শট, সাডেন ডেথে ব্রাজিল জেতে ৫-৪ ব্য়বধানে
৪) চিন বনাম সুইডেন, ১৯৯৫ কোয়ার্টার ফাইনাল, ৫-৫ করে শট নেওয়া হয়, ৪-৩ জেতে চিন
৫) আমেরিকা বনাম চিন, ১৯৯৯ ফাইনাল, ৫-৫ করে শট নেওয়া হয়, ৫-৪ জেতে আমেরিকা
৬) ফ্রান্স বনাম ইংল্যান্ড, ২০১১ কোয়ার্টার ফাইনাল, ৫-৫ করে শট নেওয়া হয়, ৪-৩ জেতে ফ্রান্স
৭) জাপান বনাম আমেরিকা, ২০১১ ফাইনাল, শট নেওয়া হয় ৫-৫ করে, জাপান ৩-১ জেতে
৮) জার্মানি বনাম ফ্রান্স, ২০১৫ কোয়ার্টার ফাইনাল, ৫-৫ করে শট নেওয়া হয়, জার্মানি ৫-৪ জেতে
৯) আমেরিকা বনাম ব্রাজিল, ২০১১ কোয়ার্টার ফাইনাল, ৫-৪ করে শট নেওয়া হয়, আমেরিকা ৫-২ জেতে
১০) ইংল্যান্ড বনাম নাইজেরিয়া, ২০০৩ রাউন্ড অফ সিক্সটিন, ৫-৪ করে শট নেওয়া হয়, ইংল্যান্ড ৪-২ জেতে
১১) নরওয়ে বনাম অস্ট্রেলিয়া, ২০১৯ রাউন্ড অফ সিক্সটিন, ৪-৩ করে শট নেওয়া হয়, নরওয়ে ৪-১ জেতে
নকআউটের প্রথম ম্যাচে স্পেন মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে শেষ হাসি হেসেছে স্পেন। সালমা পারায়ুয়েলোর অতিরিক্ত সময়ের গোলে সেমিফাইনালে গিয়েছে স্পেন। তারা ডাচদের হারিয়েছে ২-১ গোলে। জাপান-সুইডেন নকআউটের ম্যাচে শেষ হাসি হেসেছে সুইডিশরা। তারা ২-১ গোলে জাপানকে হারিয়েছে।
আরও পড়ুন: Womens World Cup 2023: জিতলে কত টাকা পাবেন চ্যাম্পিয়নরা? হেরেও রানার্সদের পকেটে ঢুকবে বিরাট অঙ্ক