Australian Open: ৪৪ বছরের খরা কাটিয়ে ঘরের মাঠে ট্রফি জিতলেন অজি Ashleigh Barty

ইতিহাসের পাতায় নাম লেখালেন অ্যাশলে বার্টি।

Updated By: Jan 29, 2022, 04:49 PM IST
Australian Open: ৪৪ বছরের খরা কাটিয়ে ঘরের মাঠে ট্রফি জিতলেন অজি Ashleigh Barty
প্রথম অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি হাতে অ্যাশলে বার্টি। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: ঘরের মাঠে ১৯৭৮ সালের পর প্রথম অজি হিসাবে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন অ্যাশলে বার্টি। প্রতিপক্ষ ড্যানিলেয়ন কলিন্সকে হারিয়ে ঘরের মাঠে এই ট্রফি জিতলেন এই অজি টেনিস তারকা। ৪৪ বছর আগে ক্রিস ও’নিল শেষ বার কোনও অস্ট্রেলীয় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। তবে শনিবার রড লেভার এরিনায় বার্টি তাঁর বিপক্ষকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন।

শনিবার আমেরিকার ড্যানিলেয়ন কলিন্সকে এক ঘণ্টা ২৭ মিনিটে স্ট্রেট সেটে ৬-৩, ৭-৬ (২) হারান বিশ্বের এক নম্বর মহিলা সিঙ্গেলস তারকা। গত বছর সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হলেও, তবে এ বার শেষ পর্যন্ত খেতাব উঠল বার্টির হাতেই।

আরও পড়ুন: Australian Open: চোখের জলে কঠিন দিনগুলো মনে করে ২১তম গ্র্যান্ডস্ল্যামের প্রস্তুতিতে Rafael Nadal

আরও পড়ুন: Australian Open: Tsitsipas-কে হারিয়ে ফাইনালে Rafael Nadal-এর সামনে Daniil Medvedev

Ashleigh Barty

২০১৯ সালে ফরাসি ওপেন এবং ২০২১ সালে উইম্বলডন জিতেছিলেন বার্টি। এটি তাঁর কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম। পুরো ম্যাচে আগাগোড়া দাপট দেখালেন অজি কন্যা। ফলে একটিও সেট না খুইয়ে নিজের তৃতীয় স্ল্যাম জিতলেন বার্টি। ড্যানিয়েলকে ৩২ মিনিটে হারিয়ে প্রথম সেট জেতার পর মনে হচ্ছিল সহজেই বার্টি ফাইনাল জিতে যাবেন। তবে রুখে দাঁড়ান মার্কিন তারকা।

দ্বিতীয় সেটে শুরুতেই বার্টির সার্ভ ব্রেক করে ০-২ এগিয়ে লড়াইয়ের ইঙ্গিত দেন কলিন্স। এরপর একের পর এক পয়েন্ট জিততে জিততে দ্বিতীয় সেটে ৫-১ এগিয়ে যান কলিন্স। তাই একটা সময় মনে হচ্ছিল হয়তো ফাইনালেই নিজের প্রথম সেট হারবেন বার্টি। তবে এরপরেই লড়াকু মানসিকতার পরিচয় দেখিয়ে ৫-৫ সমতায় ফেরেন বার্টি।

সেট টাই ব্রেকারে পৌঁছলে, কলিন্সকে আর ম্যাচে ফিরে আসার সুযোগ দেননি বার্টি। দাপুটে পারফরম্যান্সে ৭-২ স্কোরে ব্রেক জিতে স্ল্যাম নিজের নামে করেন তিনি। নিজের দেশে স্ল্যাম জিতে আবেগঘন বার্টির উচ্ছ্বাস, এই জয়টা তাঁর কাছে কতটা বিশেষ, সেটা বুঝিয়ে দেন তিনি।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.