Australian Open: ডাবলসের হতাশা ভুলে মিক্সড ডাবলসের শেষ আটে Sania Mirza-Rajeev Ram জুটি
অবসর নেওয়ার আগে লড়ছেন সানিয়া মির্জা।
![Australian Open: ডাবলসের হতাশা ভুলে মিক্সড ডাবলসের শেষ আটে Sania Mirza-Rajeev Ram জুটি Australian Open: ডাবলসের হতাশা ভুলে মিক্সড ডাবলসের শেষ আটে Sania Mirza-Rajeev Ram জুটি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/01/23/362287-saniarajeev.jpg)
নিজস্ব প্রতিবেদন: চলতি অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ড থেকে ছিটকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সানিয়া মির্জা (Sania Mirza)। তবে তাঁর ভাগ্য এতটা মন্দ নয়। সেটা মিক্সড ডাবলসের লড়াইতে প্রমাণ হচ্ছে। তাই তো রাজীব রামকে (Rajeev Ram) নিয়ে শেষ আটে পৌঁছে গেলেন টেনিস সুন্দরী।
রবিবার অস্ট্রেলিয়ার পেরেজ ও নেদারল্যান্ডসের মিডলকুপ জুটিকে সানিয়া-রাজীব স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন। প্রথম সেট টাইব্রেকারে নিষ্পত্তি হলেও দ্বিতীয় সেটে সহজেই প্রতিপক্ষকে উড়িয়ে দেন ইন্দো-আমেরিকান জুটি। খেলার ফলাফল ৭-৬ (৮/৬), ৬-৪। মাত্র ১ ঘণ্টা ২৭ মিনিটের লড়াইয়ে ম্যাচ পকেটে পুরে নেয় সানিয়া-রাজীব জুটি।
আরও পড়ুন: SAvsIND: কেন Ravichandran Ashwin-কে বিঁধলেন Sanjay Manjrekar? জানতে পড়ুন
আরও পড়ুন: Covid 19: কোন বিশেষ কারণে ফের Ranji Trophy বাতিল করতে পারে BCCI? জানতে পড়ুন
সোমবার অন্য প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার জুটি স্যাম স্তোসুর-ম্যাথু এবডেন ও জেমি ফর্লিস-জেসন কুবলার জুটি। ওই ম্যাচে বিজয়ী দলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলবে সানিয়া-রাজীব জুটি। প্রথম রাউন্ডে সার্বিয়ান জুটিকে সহজে হারানোর পর দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ান-ডাচ জুটিকেও হারিয়ে দিয়েছে সানিয়া-রাজীব জুটি।
মেয়েদের ডাবলসে প্রথম রাউন্ডেই ছিটকে যান সানিয়া মির্জা। তারপরই অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চ থেকে ঘোষণা করেন, এ বছরই পেশাদার টেনিস থেকে অবসর নেবেন তিনি। চলতি বছরের বাকি ইভেন্টগুলোতে অংশ নেবেন কিনা তা এখনও খোলসা করেননি সানিয়া। তবে কেরিয়ারের শেষ বছরে গ্র্যান্ড স্ল্যাম জিততে চান হায়দরাবাদের টেনিস সুন্দরী। এখনও পর্যন্ত সানিয়া ৬টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এর মধ্যে ৩টি গ্র্যান্ড স্ল্যাম মেয়েদের ডাবলসে এবং বাকি ৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন মিক্সড ডাবলসে।