অসি ওপেনে এবার বড় সেরেনা বনাম `ছোট সেরেনা`

অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে এবার সেরেনা বনাম ছোট সেরেনার লড়াই। মহিলাদের সিঙ্গলেস শেষ আটে হতে চলা সেরেনা উইলিয়ামস বনাম সোলানে স্টেফিন্সের মধ্যে ম্যাচটাকে নিয়ে এমনটাই বলছে বিশ্বের সংবাদমাধ্যম।

Updated By: Jan 21, 2013, 03:58 PM IST

অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে এবার সেরেনা বনাম ছোট সেরেনার লড়াই। মহিলাদের সিঙ্গলেস শেষ আটে হতে চলা সেরেনা উইলিয়ামস বনাম সোলানে স্টেফিন্সের মধ্যে ম্যাচটাকে নিয়ে এমনটাই বলছে বিশ্বের সংবাদমাধ্যম। পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠলেন রজার ফেডেরার। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফেডেরারের সামনে সঙ্গা। এই সঙ্গার কাছে হেরেই একবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন ফেড এক্স।
আমেরিকা যুক্তরাষ্ট্রের ১৯ বছরের কৃষাঙ্গ টেনিস খেলোয়াড় সোলানে স্টেফিন্সের সঙ্গে সেরেনা উইলিয়ামসের অনেক মিল খুঁজে পাওয়া যায়। তাই সোলানেকে অনেকেই ডাকেন ছোট সেরেনা নামে। সেই সোলানে একের পর এক অঘটন ঘটিয়ে তাঁর জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করলেন। অন্যদিকে সেরেনা উইলিয়ামস ৬-০, ৬-২ মারিয়া কিরিলাঙ্কোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন। আর এতেই অসি ওপেনে সেরেনা vs. `ছোট সেরেনা`র ম্যাচ বোর্ড তৈরি হয়ে গেল।
মহিলাদের সিঙ্গলসে এবারও গ্র্যান্ড স্লামে মুখ থুবড়ে পড়লেন প্রাক্তন এক নম্বর ক্যারোলিনা ওয়াজনিয়াকি। গল্ফ তারকা ররি ম্যাকলরয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করে খবরের শিরোনামে থাকা ওয়াজনিয়াকিকে ২-৬, ৬-২ ৫-৭, হারালেন সিঙ্গলসে দুটো গ্র্যান্ড স্লামের মালকিন সোয়েতলিনা কুতনেজসোভা। গতবারের চ্যাম্পিয়ন তথা শীর্ষ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কাও শেষ আটে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে ওঠা আটজনের মধ্যে তিনজনই রাশিয়ার।
মহিলাদের কোয়ার্টার ফাইনাল লাইনআপ--
পুরুষ (সিঙ্গলস)--
নোভাক জকোভিচ  বনাম টমাস বার্ডিচ
ডেভিড ফেরার বনাম নিকোলাস আলমারগো
অ্যান্ডি মারে বনাম জেরেমি চার্ডি
রজার ফেডেরার বনাম জো উইলফ্রেড সঙ্গা
মহিলা (সিঙ্গলস)--
ভিক্টোরিয়া আজারেঙ্কা বনাম সোয়েতলানা কুতনেজসোভা
 সেরেনা উইলিয়ামস বনাম সোলানে স্টেফিন্স
না লি বনাম আজিনস্কা রোদোনাস্কা
মারিয়া শারাপোভা বনাম একটিরিনা মাকারোভা

.