ক্রিকেটের ব্রাজিল হয়ে পাঁচবার বিশ্বসেরা অস্ট্রেলিয়া, ধরাশায়ী কিউইরা, রাজকীয় বিদায় ক্লার্কের

ওয়ানডে ক্রিকেটের শেষ ম্যাচে একাবের স্বপ্নের ফেয়ারওয়েল হল ক্লার্কের। দল বিশ্বচ্যাম্পিয়ন, চিরশত্রু দেশকে একেবারে ধরাশায়ী করে দেওয়া, ৭৪ রানের একটা ঝকঝকে ইনিংস খেলা। ক্লার্ক আজ সব পেয়েছির দেশে। ক্রিকেট বিশ্বে আজ সব পেয়েছির দেশে অস্ট্রেলিয়াও।

Updated By: Mar 29, 2015, 06:49 PM IST
ক্রিকেটের ব্রাজিল হয়ে পাঁচবার বিশ্বসেরা অস্ট্রেলিয়া, ধরাশায়ী কিউইরা, রাজকীয় বিদায় ক্লার্কের
নিউজিল্যান্ড-১৮৩ (৪৫ ওভারে)
অস্ট্রেলিয়া-১৮৬/৩ (৩৩.১ ওভার)
অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী। ১০১ বল বাকি থাকতে।

ওয়েব ডেস্ক: ১৯৮৭, ১৯৯৯,২০০৩, ২০০৭-এর পর ২০১৫। বিশ্ব ক্রিকেটে দাপট অব্যাহত অস্ট্রেলিয়ার। বিশ্বকাপে শেষ পাঁচবারের মধ্যে চারবারই চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ফুটবলে যেমন পাঁচবার কাপ জিতেছে ব্রাজিল। ঠিক তেমনই বিশ্ব ক্রিকেটে এখন অস্ট্রেলিয়া। মেলবোর্নে ৯১ হাজার দর্শকের সামনে ফাইনাল ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্নাতিত প্রাধান্য বজায় রেখে কাপ জিতল মাইকেল ক্লার্কের দল। ওয়ানডে ক্রিকেটের শেষ ম্যাচে একাবের স্বপ্নের ফেয়ারওয়েল হল ক্লার্কের। দল বিশ্বচ্যাম্পিয়ন, চিরশত্রু দেশকে একেবারে ধরাশায়ী করে দেওয়া, ৭৪ রানের একটা ঝকঝকে ইনিংস খেলা। ক্লার্ক আজ সব পেয়েছির দেশে। ক্রিকেট বিশ্বে আজ সব পেয়েছির দেশে অস্ট্রেলিয়াও। গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, ম্যাথু হেডেন, রিকি পন্টিংদের উত্তরসূরিদের নিয়ে কম সমালোচনা হয়নি।

দু তিন বছর আগে ব্যর্থতার একটা সময় এমনও বলা হচ্ছিল এই অস্ট্রেলিয়া দলটা নাকি সবচেয়ে খারাপ দল। কিন্তু ওয়ার্নার, ম্যাক্সওয়েল, স্মিথ, স্টার্করা বুঝিয়ে দিলেন তখনের অস্ট্রেলিয়া আর এখনের অস্ট্রেলিয়ার ফারাক শুধু নামে, বাকিটা সব এক। আগেও বড় মঞ্চে দাঁত-নখ বের করে ঝাঁপিয়ে পড়তেন ম্যাকগ্রা, লি-রা। সেই প্রথা বজায় রেখে আজ এমসিজিতেও শুরু করেছিলেন মিচেল স্টার্ক, মিচেল জনসনরা। বিপক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট এল ম্যাচের প্রথম ওভারেই। ম্যাককালাম (০)। এরপর সবচেয়ে দামি উইকেট ডাবল সেঞ্চুরিয়ান মার্টিন গুপ্তিলের উইকেটটা এল একেবারে মাস্টারস্ট্রোকে। স্টার্ক, জনসনদের সামলে সবে চালাবেন বলে ভাবতে শুরু করেছেন গুপ্তিল, তখনই ম্যাক্সওয়েলকে হালকাভাবে নিতে গিয়ে খেসারত দিতে হল। ৩৩ রানের মধ্যেই পড়ে গেল ২ উইকেট।

পরের ওভারেই কিউইদের কোহলি কেন উইলিয়াসনকে দুরন্ত ডেলিভারিতে ফেরালেন সেই জনসন। গোটা মেলবোর্ন তখন উল্লাসে মাতছে। তারপর একটা মরণকামড় দিতে শুরু করেন গ্রান্ট ইলিয়েট-রস টেলর। ৩৯ রানে ৩ উইকেট থেকে দলকে ৩৫ ওভারে ১৫০ রানে নিয়ে যায় এই জুটি। কিন্তু ব্যাটিং পাওয়ার প্লে নিতেই বড় ধস নেমে যায় নিউজিল্যান্ডের। মাত্র ৩৩ রানের মধ্যেই বাকি ৬ উইকেট পড়ে গিয়ে নিউজিল্যান্ড মাত্র ১৮৩ রানে শেষ হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান ইলিয়ট (৮৩)। নিউজিল্যান্ডের মোট পাঁচজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। জেমস ফকনার ৩৬ রানে নেন ৩ উইকেট, মিচেল জনসন ৩০ রান দিয়ে নেন ৩ উইকেট, মিচেল স্টার্ক। অর্থাত্‍ অসিদের বাঁ হাতি পেসাররা নেন ৮ উইকেট।   

ঠিক ১৮৩ রান করে বিশ্বকাপ ফাইনাল জিতছিলেন কপিল দেবের ভারত। সেরকম কিছু একটা ম্যাকালামের নিউঝিল্যান্ডও করে দেখাবে সেরকম ভাবনাটা খুব কম জনেই করেছিলেন। আর হাতেগোনা যে ক জন সেটা করেছিলেন, তারা অসি ওপেনার অ্যারন ফিঞ্চ শূন্য রানে আউট হওয়ার পর বেশ জাঁকিয়ে বসেছিলেন। কিন্তু দশ ওভার গড়ানোর পরেই বোঝা যায় ১৯৯৯ সাল থেকে বিশ্বকাপ জয়কে জলভাতে পরিণত করার অভ্যাসটা ফের ফিরছে অস্ট্রেলিয়ার। ক্লার্কের দুরন্ত ৭৪, স্মিথ অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে দলকে জয়ের রাস্তায় পোঁছে দেয়।  

নিজেদের বৃত্তের বাইরে খেলতে নেমে নিউজিল্যান্ডকে বেশ অসহায় লাগল। পুরো প্রতিযোগিতায় দারুণ খেলা কিউইদের আজ চেনাই গেল না। অবশ্য বলা ভাল চিনতে দিল না অস্ট্রেলিয়া।

 

.