সুপার সানডেয় অক্ষরের হ্যাটট্রিকে পঞ্জাবের অঘটন, ধোনির ফের হার
আইপিএলে সুপার সানডে-য় হ্যাটট্রিক কিংস ইলেভেন পঞ্জাবের অক্ষর প্যাটেলের। অক্ষরের সৌজন্যে আইপিএলে অঘটন। পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা প্রীতি জিন্টার দল হারিয়ে দিল সবার উপরে থাকা রায়নার গুজরাট লায়ন্সকে। অন্যদিকে, মহেন্দ্র সিং ধোনির দলকে ফের হারতে হল। পুনে সুপার জায়েন্টসকে হারিয়ে পয়েন্ট তালিকায় কেকেআর-কে পিছনে ফেলে দু নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ন্স। কেকেআর এখন চার নম্বরে।
ওয়েব ডেস্ক: আইপিএলে সুপার সানডে-য় হ্যাটট্রিক কিংস ইলেভেন পঞ্জাবের অক্ষর প্যাটেলের। অক্ষরের সৌজন্যে আইপিএলে অঘটন। পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা প্রীতি জিন্টার দল হারিয়ে দিল সবার উপরে থাকা রায়নার গুজরাট লায়ন্সকে। অন্যদিকে, মহেন্দ্র সিং ধোনির দলকে ফের হারতে হল। পুনে সুপার জায়েন্টসকে হারিয়ে পয়েন্ট তালিকায় কেকেআর-কে পিছনে ফেলে দু নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ন্স। কেকেআর এখন চার নম্বরে।
গতকাল রাজকোটে নতুন অধিনায়ক মুরলী বিজয়ের নেতৃত্বে খেলতে নামে প্রীতির পঞ্জাব। প্রথমে ব্যাট করে অধিনায়ক মুরলীর ৫৫, আর ঋদ্ধিমানের শেষের দিকে ১৯ বলে ৩৩ রানের সৌজন্যে পঞ্জাব তোলে ১৫৪ রান। তখন অনেকে ধরেই নিয়েছিলেন দুর্দান্ত ফর্মে থাকা রায়নার দল সহজেই হয়তো জয়ের লক্ষ্যে পৌঁছে যাবে। কিন্তু শুরু থেকেই গুজরাটকে চাপে ফেলে দেয় পঞ্জাবের বোলাররা। তবে আসল ধাক্কাটা দেন অক্ষর প্যাটেল। পরপর তিন বলে অক্ষর নেন স্মিথ, কার্তিক, ব্রাভোর উইকেট। শেষের দিকে ফকনার ৩২ রানের ইনিংসে চেষ্টা ছিল, কিন্তু জয়ের জন্য যথেষ্ট ছিল না।
অন্য ম্যাচে, পুনেতে ধোনিরা প্রথমে ব্যাট করে তোলে ১৫৯ রান। জবাবে মুম্বই ইন্ডিয়ন্স ৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। রোহিত শর্মা ৬০ বলে অপরাজিত ৮৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন।