হেরে গেলেন মাশা, ফাইনালে মুখোমুখি আজারেঙ্কা-লি না

ফের ইন্দ্রপতন অস্ট্রেলিয়ান ওপেনে। কাল সেরেনা উইলিয়ামসের পর আজ মেলবোর্ন পার্ক থেকে বিদায় নিলেন দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভা। রড লেভার এরেনাতে সেমিফাইনালে চিনা প্রতিদ্বন্ধী লি না-র র‍্যাকেটের সামনে অপ্রত্যাশিতভাবে থেমে গেল মাশার বিজয়রথ। পরাজিত হলেন ৬-২, ৬-২-এ। অন্যদিকে কাল সেরেনাকে হারিয়ে দিলেও সেই জয়ের সুখ বেশিক্ষণ স্থায়ী হল না ``ছোট সেরেনা``-র। শীর্ষবাছাই আজারেঙ্কার কাছে ৬-১, ৬-৪ হেরে গেলেন স্লোয়ানি স্টিফেনস। ফাইনালে বেলারুশের আজারেঙ্কার মুখোমুখি চিনের লি না।

Updated By: Jan 24, 2013, 02:01 PM IST

ফের ইন্দ্রপতন অস্ট্রেলিয়ান ওপেনে। কাল সেরেনা উইলিয়ামসের পর আজ মেলবোর্ন পার্ক থেকে বিদায় নিলেন দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভা। রড লেভার এরেনাতে সেমিফাইনালে চিনা প্রতিদ্বন্ধী লি না-র র‍্যাকেটের সামনে অপ্রত্যাশিতভাবে থেমে গেল মাশার বিজয়রথ। পরাজিত হলেন ৬-২, ৬-২-এ। অন্যদিকে কাল সেরেনাকে হারিয়ে দিলেও সেই জয়ের সুখ বেশিক্ষণ স্থায়ী হল না ``ছোট সেরেনা``-র। শীর্ষবাছাই আজারেঙ্কার কাছে ৬-১, ৬-৪ হেরে গেলেন স্লোয়ানি স্টিফেনস। ফাইনালে বেলারুশের আজারেঙ্কার মুখোমুখি চিনের লি না।
এবারের অসি ওপেনে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন শারাপোভা। মাত্র ৯টি গেম হারিয়ে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে উঠেছিলেন মারিয়া শারাপোভা। তৈরি করেছিলেন রেকর্ড। কোয়ার্টার ফাইনালে সেরেনার পরাজয়ের পর যখন সবাই ধরেই নিয়েছিলেন এবারের অস্ট্রেলিয়ান ওপেনটা মাশার হাতে ওঠা শুধুই সময়ের অপেক্ষা ঠিক তখনই লি নার কাছে হেরে গেলেন তিনি। আজ খেলার প্রথম থেকেই থেকেই নড়বড়ে ছিলেন মাশা। শুরুই করেন ডবল ফল্ট দিয়ে। তারপর প্রথম সেটে কার্যত দাঁড়াতেই পারলেন না তিনি। দ্বিতীয় সেটে লড়াইয়ে কিছুটা ফিরে এলেও মেলবোর্নের ৩৪ ডিগ্রি সেলসিয়াস আর স্টেডিয়ামের লাল সাদা চিনা পতাকার সামনে হার মানেন মাশা।

.