Bajrang Punia: বজরং পুনিয়া সেমিফাইনালে হারলেন, জিইয়ে রাখলেন ব্রোঞ্জের আশা
সেমিফাইনালে হেরে গেলেন বজরং
নিজস্ব প্রতিবেদন: কিরঘিজস্তানের আকমাতালিয়েভের বিরুদ্ধে জিতেই শুক্রবার সেমিফাইনাল খেলতে নেমেছিলেন দেশের তারকা কুস্তিগীর বজরং পুনিয়া (Bajrang Punia)। কিন্তু সেমিফাইনালে দুরন্ত লড়াই করেও জিততে পারলেন না বজরং।
আরও পড়ুন: দেখুন ভিডিয়ো: PM Modi যখন অভিভাবক! রানিদের ফোনে বললেন, 'একদম চোখে জল নয়'
এদিন শেষ চারের যুদ্ধে ৬৫ কেজি বিভাগে বজরং নেমেছিলেন অলিম্পিক্স পদক জয়ী ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন হাজি আলিয়েভের বিরুদ্ধে। রাশিয়ান কুস্তিগীরের কাছে ৫-১২ হেরে গেলেন বজরং। সেমিফাইনাল হেরেও কিন্তু পদকের সম্ভাবনা জিইয়ে রাখলেন বজরং। আগামিকাল হরিয়ানার ২৭ বছরের যুবক খেলতে নামবেন ব্রোঞ্জ পদক ম্যাচে।
#TeamIndia | #Tokyo2020 | #Wrestling
Men's Freestyle 65kg Semifinals Results@BajrangPunia puts up a brave fight but goes down against Olympic medalist & 3 time World Champion Haji Aliyev 5-12. Will now fight for Bronze. Go Bajrang! #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India https://t.co/z14hDiSCcT pic.twitter.com/aT8sSHBDvp(@WeAreTeamIndia) August 6, 2021
রেপেশাজে রাউন্ডের মাধ্যমে ব্রোঞ্জ জয়ের আশা থাকছে কমনওয়েলথ এবং এশিয়াড সোনাজয়ী বজরংয়ের। আগামিকাল অর্থাৎ শনিবার ফাইনালে জাপানের তাকুতো ওতোগুরোর সামনে হাজি। বজরংকে রেপেশাজের মাধ্যমে খেলতে হবে দেশকে ব্রোঞ্জ এনে দেওয়ার জন্য। এখন দেখার বজরং পারেন কিনা! সেই দিকেই তাকিয়ে থাকবে গোটা দেশ।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)