Bajrang Punia: বিনেশদের পাশে দাঁড়িয়ে এবার ফেডারেশন সভাপতির বিরুদ্ধে কড়া মন্তব্য করলেন বজরঙ্গ

কেন্দ্রীয় সরকার ও সাই-এর বিরুদ্ধে নয়। কুস্তিগীরদের লড়াই রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। সেটাও স্পষ্ট করে দিয়েছেন বজরঙ্গ। 

Updated By: Jan 19, 2023, 12:04 PM IST
Bajrang Punia: বিনেশদের পাশে দাঁড়িয়ে এবার ফেডারেশন সভাপতির বিরুদ্ধে কড়া মন্তব্য করলেন বজরঙ্গ
বিনেশদের পাশে রয়েছেন বজরঙ্গ পুনিয়া।

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কুস্তির রিং নয়। বরং রিংয়ের বাইরের 'আনস্পোর্টিং' ঘটনার জন্য এই মুহূর্তে ভারতীয় (India) কুস্তি জগত তোলপাড়। রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (Wrestling Federation of India, WFI) সভাপতি ব্রিজভূষণ শরন সিংয়ের (Brijbhushan Sharan Singh) বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। দেশের তারকা মহিলা কুস্তিগীর বিনেশ ফোগাট (Vinesh Phogat)  শ্লীলতাহানির মতো মারাত্মক অভিযোগ তুলে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছেন। মহিলা কুস্তিগিরদের লড়াইয়ের শুরু থেকেই রয়েছেন, অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া (Bajrang Punia)। এবার তিনিও সভাপতির বিরুদ্ধে মুখ খুললেন। 

বৃহস্পতিবার দিল্লির যন্তরমন্তরের সামনে সাংবাদিক বৈঠক করেছিলেন বজরঙ্গ। সেখানে তিনি বলেন, "এবার প্রতিবাদ করার সময় এসে গিয়েছে। এত বছর আমরা দেশের জন্য রিংয়ে নেমে লড়াই করেছি। এবার আমাদের দিদি-বোনদের সুরক্ষার জন্য সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে। কোনও এক ব্যক্তির জন্য আমাদের দেশের কুস্তির ভাবমূর্তি নষ্ট হতে পারে না। আমরা যারা দেশের প্রতিনিধিত্ব করি, তারা দেশের ভাবমূর্তি নষ্ট হতে দেব না।" 

কেন্দ্রীয় সরকার ও সাই-এর বিরুদ্ধে নয়। কুস্তিগীরদের লড়াই রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। সেটাও স্পষ্ট করে দিয়েছেন বজরঙ্গ। তিনি ফের যোগ করেছেন, "বছরের পর বছর ধরে কুস্তিগীররা রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার কাছে হেনস্থা হচ্ছে। তাই আমাদের লড়াই কেন্দ্রীয় সরকার ও সাই-এর বিরুদ্ধে নয়। বরং রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। কারণ এই সংস্থার চেয়ারে এমন কিছু লোক বসে আছে, যারা একেবারেই যোগ্য নয়।" 

আরও পড়ুন: Vinesh Phogat: 'বছরের পর বছর শ্লীলতাহানি'! ফেডারেশন সভাপতির বিরুদ্ধে অভিযোগ, বিস্ফোরক বিনেশ

আরও পড়ুন: Brijbhushan Singh: 'যৌন হেনস্থার অভিযোগ প্রমাণিত হলে গলায় দড়ি দেব'! বলছেন জাতীয় কুস্তি সংস্থার সভাপতি

এই ইস্যু নিয়ে সবার প্রথমে মুখ খুলেছিলেন বিনেশ। তিনি বলেছিলেন, "জাতীয় দলের কোচরা মহিলা কুস্তিগীরদের বছরের পর বছর শ্লীলতাহানি করে আসছেন। কিছু বললেই ডব্লিউএফআই-এর কর্তাদের থেকে মৃত্যুর হুমকি পেতে হয়!"  ব্রিজভূষণের অপসারণের দাবিতে বজরং, সাক্ষী মালিক, (Sakshi Malik) বিনেশের সঙ্গে প্রতিবাদে বসেছিলেন সরিতা মোর, সঙ্গীতা ফোগাট, সত্যওয়ার্ট মালিক, জিতেন্দর কিনহাস, সুমিত মালিকের মতো ৩০ জন কুস্তিগীর। 

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে তৃতীয়বারের জন্য সর্বভারতীয় ফেডারেশনের সভাপতির পদে বসেন ব্রিজভূষণ। বিনেশ ফের বলেছেন, "শ্লীলতাহানি নিয়ে কথা বললে আমাদের কেরিয়ার শেষ হয়ে যাবে বলেও হুমকি দেওয়া হয়। ফেডারেশনের সদস্যরা মহিলা কুস্তিগীরদের সঙ্গে অশালীন ভাষাতেও কথা বলেছেন। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করেছি।"  

যদিও শ্লীলতাহানির অভিযোগের পালটা দিয়েছেন ব্রিজভূষণ। জাতীয় কুস্তি সংস্থার সভাপতি বলেন, "যৌন হেনস্থার কোনও ঘটনাই ঘটেনি। যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমি গলায় দড়ি দেব। সামনে দাঁড়িয়ে একজন অ্যাথলিটও বলতে পারবে যে, ফেডারেশন তাদের হেনস্থা করেছে? যৌন হেনস্থা বিরাট অভিযোগ। আমি কী করে পদক্ষেপ নেব, যেখানে আমার নিজের নামই জড়িয়ে গিয়েছে। আমি তদন্তের জন্য প্রস্তুত। আমি বিনেশ ফোগাটের থেকে জানতে চাই ও অলিম্পিক্সে কেন কোম্পানির লোগো দেওয়া পোশাক পরেছিল? ও ম্যাচ হারার পর আমি ওকে অনুপ্রাণিত করে মোটিভেট করেছিলাম। যারা প্রতিবাদে বসেছে, তারা অলিম্পিক্সের পর থেকে কোনও জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি।" 

দুই পক্ষ থেকেই অভিযোগ ও পালটা অভিযোগের খেলা চলছে। এখন এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.