BAN vs SL 2021: করোনাক্রান্ত শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ও কোচ, তবুও খেলা চলছে! ঘটনাটা ঠিক কী?

অনেকে এটা দেখে অবাক হন যে, শ্রীলঙ্কা ক্রিকেট দলের তিন সদস্য করোনাক্রান্ত হওয়ার পরেও কী করে ম্যাচ হচ্ছে!

Updated By: May 23, 2021, 03:59 PM IST
BAN vs SL 2021: করোনাক্রান্ত শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ও কোচ, তবুও খেলা চলছে! ঘটনাটা ঠিক কী?

নিজস্ব প্রতিবেদন: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা। রবিবার অর্থাৎ আজ প্রথম ওয়ানডে। এদিন সকালেই জানা যায় যে, শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ইসুরু উদানা (Isuru Udana) ও শিরান ফার্নান্ডোর (Shiran Fernando) সঙ্গে বোলিং কোচ চামিণ্ডা ভাসও (Chaminda Vaas) করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সিরিজ হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু অনেকে এটা দেখে অবাক হন যে, শ্রীলঙ্কা ক্রিকেট দলের তিন সদস্য করোনাক্রান্ত হওয়ার পরেও কী করে ম্যাচ হচ্ছে!

আরও পড়ুন: সৌরভের জার্সি ঘোরানো থেকে ধোনির বিশ্বকাপ ছয়, রইল ভারতীয় ক্রিকেটের কিছু অবিস্মরণীয় মুহূর্ত

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম-এর রিপোর্ট বলছে যে, ম্যাচের আগের দিন কোভিড পরীক্ষায় ইসুরু উদানা, শিরান ফার্নান্ডো ও চামিণ্ডা ভাসের রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু দ্বিতীয়বার আরটি-পিসিআর পরীক্ষায় ভাস ও উদানার রিপোর্ট নেগেটিভ আসে। আবারও পজিটিভ আসে ফার্নান্দোর ফল। আইসিসি-র নিয়ম মেনে ফার্নান্দোকে আইসোলেশনে রেখে খেলা চালিয়ে যাওয়ায় কোনও অসুবিধা নেই। ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়ে যায়। বিসিবি পরিচালক ও মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন যে, গতকাল সকালে পরীক্ষা করিয়ে রাতে কোভিড রিপোর্ট দেওয়া হয়েছে, দ্রুততায় হয়তো কোনও ভুল হয়ে গিয়েছে। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, একমাত্র ফার্নান্দোই পজিটিভ, বাকিরা নেগেটিভ। ফার্নান্দোর কোনও কোভিড উপসর্গ নেই।

.