টেস্ট র‌্যাঙ্কিংয়ে টাইগারদের পিছনে ফেলে দিল আফগানরা!

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। ২০ বছর ধরে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশের রেটিং পয়েন্ট ৫৫।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: May 1, 2020, 03:21 PM IST
টেস্ট র‌্যাঙ্কিংয়ে টাইগারদের পিছনে ফেলে দিল আফগানরা!

নিজস্ব প্রতিবেদন: করোনায় বিপর্যস্ত বিশ্ব। বিপর্যস্ত বাংলাদেশের ক্রিকেটও। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে এখন টাইগাররা। এমনকী ২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানও তাদের পিছনে ফেলে দিল।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। ২০ বছর ধরে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশের রেটিং পয়েন্ট ৫৫। সেখানে মাত্র চারটি টেস্ট খেলেই দুটিতে জিতে আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৫৭। শুক্রবার প্রকাশিত ICC টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ যেখানে রয়েছে ১০ নম্বরে, সেখানে নয় নম্বরে রয়েছে আফগানরা।

টেস্টে দশ নম্বরে থাকলেও একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের ওপরেই আছে বাংলাদেশ। ওয়ান ডে-তে সাত নম্বরে রয়েছে টাইগাররা। আর টি-টোয়েন্টিতে টাইগারর আছে আট নম্বরে। সেখানেও র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তানের ওপরেই রয়েছে বাংলাদেশ।

 

আরও পড়ুন - লকডাউনের মাঝে খারাপ খবর! টেস্টে সিংহাসনচ্যুত টিম ইন্ডিয়া

 

.