দিল্লিতে হুইলচেয়ার ক্রিকেট সিরিজে অংশ নেবে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেট দল

জীবনের লক্ষ্যে পৌছতে হাবিবুর রহমানদের হুইল চেয়ারই ভরসা।আর সেইকে হাতিয়ার করে প্রথম আন্তর্জাতিক সফর এদের।বাংলাদেশের একটি প্রতিবন্ধী ক্রিকেট দল।দিল্লি প্যারা স্পোর্টস ফাউন্ডশনের আমন্ত্রনে রাজধানীতে হুইল চেয়ার ক্রিকেট সিরিজে অংশ নেবে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেট দল।বাংলাদেশ থেকে আগরতলা হয়ে দিল্লি পৌছায় বাংলাদেশের দলটি।

Updated By: Apr 11, 2017, 09:47 AM IST
দিল্লিতে হুইলচেয়ার ক্রিকেট সিরিজে অংশ নেবে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেট দল

ওয়েব ডেস্ক: জীবনের লক্ষ্যে পৌছতে হাবিবুর রহমানদের হুইল চেয়ারই ভরসা।আর সেইকে হাতিয়ার করে প্রথম আন্তর্জাতিক সফর এদের।বাংলাদেশের একটি প্রতিবন্ধী ক্রিকেট দল।দিল্লি প্যারা স্পোর্টস ফাউন্ডশনের আমন্ত্রনে রাজধানীতে হুইল চেয়ার ক্রিকেট সিরিজে অংশ নেবে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেট দল।বাংলাদেশ থেকে আগরতলা হয়ে দিল্লি পৌছায় বাংলাদেশের দলটি।

আরও পড়ুন ভারতীয় ক্রিকেটের বিপ্লবী মুখ হতে পারেন সৌরভ গাঙ্গুলি

এটিই তাদের প্রথম আন্তর্জাতিক সফর।ব্যক্তিগত উদ্যোগে হাবিবুরদের ভারত সফর।এখন সরকারিভাবে জাতীয় দলের স্বীকৃতি পাননি হাবিবুর রহমানরা।দিল্লিতে ১২, ১৩ এবং ১৪ এপ্রিল দিল্লি প্যারা স্পোর্টস ফাউন্ডশনের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশের এই দলটি।

আরও পড়ুন  প্রিমিয়ার লিগে প্রথম চারে শেষ করার সম্ভাবনা জোরালো করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

.