করোনা পরীক্ষা হয়ে গিয়েছে মেসি-সুয়ারেজদের! কী এল ফলাফল জানেন
হুয়ান গাম্পার স্পোর্টস কমপ্লেক্সে বার্সেলোনার সব ফুটবলারের করোনা পরীক্ষা হয়।
নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ফুটবল ফিরছে ইউরোপে। মে মাসের মাঝেই শুরু হয়ে যাচ্ছে জার্মান বুন্দেশলিগা। লিগ শুরু করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন জার্মান চ্যান্সেলর। ইতালিতেও ধীরে ধীরে অনুশীলনে ফিরছে ক্লাবদলগুলি। স্প্যানিশ লা লিগা শুরুর ব্যাপারেও কথাবার্তা চলছে।
এদিকে বার্সোলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ সহ লা লিগার ক্লাবগুলো এখনও অনুশীল শুরু করেনি। তবে প্রত্যেকটা ক্লাবই ধীরে ধীরে তাদের ফুটবলার সাপোর্ট স্টাফদের কোভিড-19 পরীক্ষা করতে শুরু করেছে। হুয়ান গাম্পার স্পোর্টস কমপ্লেক্সে বার্সেলোনার সব ফুটবলারের করোনা পরীক্ষা হয়।
LATEST NEWS! The Barça players will return to training on Friday, and will do so individually, as stipulated by @LaLigaEN protocols.
— FC Barcelona (from ) (@FCBarcelona) May 7, 2020
স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, মেসি-সুয়ারেজদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তাই অনুশীলনে আর কোনও বাধা রইল না। আজ থেকেই অনুশীলনে ফিরছে বার্সেলোনা। স্বাস্থ্যবিধি মেনেই তাঁরা অনুশীলন করবেন। সোশ্যাল ডিস্টেন্সিং মেনে ট্রেনিংয়ের পর কেউ চেঞ্জ রুমে যেতে পারবেন না, সোজা যাবেন নিজের নিজের ঘরে।
আরও পড়ুন - প্রয়াত চুনী গোস্বামীকে অনলাইনে শ্রদ্ধা জানাবে সিএবি (CAB)