জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু বার্সেলোনার

Updated By: Sep 14, 2017, 10:09 AM IST
জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু বার্সেলোনার

ব্যুরো: জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল বার্সেলোনা। মেসি ম্যাজিকের উপর ভর করে গ্রুপ পর্যায়ের ম্যাচে জুভেন্টাসকে তিন-শূন্য গোলে হারিয়ে দিল স্প্যানিশ সুপার জায়েন্টসরা। নেইমার চলে যাওয়ার পর ফের চেনা ছন্দে পাওয়া গেল লিওনেল মেসিকে। প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন এলএম টেন। লুই সুয়ারেজের সঙ্গে কয়েকটি অসাধারণ পাস খেলে গোল করে যান মেসি। দ্বিতীয়ার্ধে মেসির সৌজন্যে আবার গোল। অবশ্য এবার ইভান রাকিটিচকে দিয়ে গোল করালেন মেসি। অবশ্য শেষটা বোধহয় নিজের জন্য তুলে রেখেছিলেন লিও। চোখ ধাঁধানো গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। গত মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের কাছে হারতে হয়েছিল মেসিকে। এবার সুদে আসলে প্রতিশোধ নিল বার্সেলোনা। মেসিদের পরবর্তী ম্যাচ স্পোর্টিং লিসবনের সঙ্গে। 

.