কোপা দেল রে-র সেমিফাইনালের পথে বার্সেলোনা

কোপা দেল রে-র সেমিফাইনালের পথে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওকে দুই-এক গোলে হারিয়ে দিল লুই এনরিকের দল। বার্সেলোনার হয়ে গোল করেন মুনির এল হাদ্দাদী এবং নেইমার। কোপা দেল রে-র সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখল বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওকে দুই-এক গোলে হারিয়ে দিল লুই এনরিকের দল। প্রথমার্ধে বার্সেলোনার হয়ে দুটি গোল করেন মুনির এল হাদ্দাদী এবং নেইমার। ম্যাচের আঠেরো মিনিটে ইভান রাকিটিচের দুর্দান্ত পাসকে কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন মুনির। বিরতির কিছু আগে ব্যবধান বাড়ান নেইমার। চোটের বিশ্রাম দেওয়া হয়েছিল লিওনেল মেসিকে। নির্বাসিত থাকায় খেলেননি লুই সুয়ারেজও।

Updated By: Jan 21, 2016, 11:36 PM IST
কোপা দেল রে-র সেমিফাইনালের পথে বার্সেলোনা

ওয়েব ডেস্ক: কোপা দেল রে-র সেমিফাইনালের পথে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওকে দুই-এক গোলে হারিয়ে দিল লুই এনরিকের দল। বার্সেলোনার হয়ে গোল করেন মুনির এল হাদ্দাদী এবং নেইমার। কোপা দেল রে-র সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখল বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওকে দুই-এক গোলে হারিয়ে দিল লুই এনরিকের দল। প্রথমার্ধে বার্সেলোনার হয়ে দুটি গোল করেন মুনির এল হাদ্দাদী এবং নেইমার। ম্যাচের আঠেরো মিনিটে ইভান রাকিটিচের দুর্দান্ত পাসকে কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন মুনির। বিরতির কিছু আগে ব্যবধান বাড়ান নেইমার। চোটের বিশ্রাম দেওয়া হয়েছিল লিওনেল মেসিকে। নির্বাসিত থাকায় খেলেননি লুই সুয়ারেজও।

.