বার্য়ানকে চুরমার করে দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবেন রোনাল্ডো
বার্য়ানকে চুরমার করে দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবেন রোনাল্ডো
রিয়াল মাদ্রিদ (৪) বার্য়ান মিউনিখ (০)
(রামোস-২,রোনাল্ডো-২)
বার্য়ান মিউনিখকে উড়িয়ে দিয়ে ১২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। মিউনিখ গিয়ে জার্মানির বিখ্যাত ক্লাবকে ৪-০ গোলে বিপর্যস্ত করে চূড়ান্ত খেতাবি লড়াইয়ে উঠে গেলেন রোনাল্ডোরা। সেই সঙ্গে পরিষ্কার হয়ে গেল বিশ্বকাপের বছরে দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবেন রোনাল্ডো। ২৪ মে লিসবনে রোনাল্ডো নামবেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।
ঘরের মাঠে কার্লো আনসালোত্তির দল জিতেছিল ১-০গোলে। সেমিফাইনালে দুই পর্বের সাক্ষাতে রিয়াল জিতল ৫-০ গোলে।
মিউনিখে এই ম্যাচে প্রথম ৩৫ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে ম্যাচের ভাগ্যলিখন পরিষ্কার করে দিয়েছিল রিয়াল। দুটি গোল করেন রামোস। ৩৫ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন রোনাল্ডো। খেলার একেবারে শেষের মুহূর্তে দলের চতুর্থ গোলটি করেন পতুর্গিজ মহাতারকা। আজ রাতে লন্ডনে ঠিক হবে ফাইনালে রোনাল্ডোদের প্রতিপক্ষ কারা হবেন। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি চেলসি-আতলাতিকো মাদ্রিদ। স্পেনে সেমিফাইনালে প্রথম পর্বে ম্যাচের ফলাফল ছিল ০-০।