বুন্দেশলিগা খেতাবের পথে আরও একধাপ এগোল বায়ার্ন মিউনিখ

বুন্দেশলিগা খেতাবের পথে আরও একধাপ এগোল বায়ার্ন মিউনিখ। কোলনকে তিন-শূন্য গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল কার্লো আনসেলোত্তির দল। স্পেনের জাতীয় দলের ফুটবলার জ্যাভি মার্টিনেজের গোলে প্রথমে লিড নেয় বায়ার্ন। জুয়ান বার্নাটের গোল আরও ভাল জায়গায় পৌছে দেয় জার্মান চ্যাম্পিয়নদের। খেলার একেবারে শেষ মিনিটে পিরবর্ত ফুটবলার ফ্র্যাঙ্ক রিবেরির গোল বায়ার্নের জয় নিশ্চিত করে দেয়।

Updated By: Mar 7, 2017, 09:30 AM IST
 বুন্দেশলিগা খেতাবের পথে আরও একধাপ এগোল বায়ার্ন মিউনিখ

ওয়েব ডেস্ক: বুন্দেশলিগা খেতাবের পথে আরও একধাপ এগোল বায়ার্ন মিউনিখ। কোলনকে তিন-শূন্য গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল কার্লো আনসেলোত্তির দল। স্পেনের জাতীয় দলের ফুটবলার জ্যাভি মার্টিনেজের গোলে প্রথমে লিড নেয় বায়ার্ন। জুয়ান বার্নাটের গোল আরও ভাল জায়গায় পৌছে দেয় জার্মান চ্যাম্পিয়নদের। খেলার একেবারে শেষ মিনিটে পিরবর্ত ফুটবলার ফ্র্যাঙ্ক রিবেরির গোল বায়ার্নের জয় নিশ্চিত করে দেয়।

আরও পড়ুন চাইনিস সুপার লিগে প্রথম ম্যাচেই গোল করলেন তেভেজ

বায়ার্ন জিতলেও দ্বিতীয় স্থানে লিপজিগ পয়েন্ট নষ্ট করে। ফলে সাত পয়েন্টে এগিয়ে রইল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বের ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে বায়ার্ন। তার আগে এই জয় দলের মনোবল আরও বাড়াবে বলেই দাবি বায়ার্ন কোচ আনসেলোত্তির ।

আরও পড়ুন  তিনি যে এখনও ফুরিয়ে যাননি, আবারও বোঝালেন অ্যাগুয়েরো

.