অস্ট্রেলিয়া সফরে 'ফিট' রোহিত শর্মাকে পাঠাতে চলেছে বিসিসিআই!

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, ফিট থাকলে নিশ্চয়ই অস্ট্রেলিয়া যাবে রোহিত।  

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Nov 9, 2020, 02:57 PM IST
অস্ট্রেলিয়া সফরে 'ফিট' রোহিত শর্মাকে পাঠাতে চলেছে বিসিসিআই!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:  আইপিএল খেলেই ভারতীয় দলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবেন। তবে অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচিত ভারতীয় দলে রোহিত শর্মা নেই। চোটের জন্য তাঁকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। এদিকে রোহিত শর্মা চোট সারিয়ে মুম্বইয়ের হয়ে আইপিএলে খেলতে নেমে পড়েছেন! নিজেকে ফিট প্রমান করতে মরিয়া রোহিত। সবকিছু ঠিকঠাক থাকলে ১১ নভেম্বর দুবাই থেকে ভারতীয় দলের চাটার্ড ফ্লাইটে অস্ট্রেলিয়া উড়ে যাবেন রোহিত শর্মা। তবে তার আগে বিসিসিআই-এর ফিটনেস টেস্টে পাস করতে হবে হিটম্যানকে।
 

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত শর্মা। এরপর তিনি চার ম্যাচ মাঠের বাইরে ছিলেন। প্লে-অফ শুরুর আগে লিগের শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে তিনি মাঠে নেমে পড়েন। কোয়ালিফায়ারে দিল্লির বিরুদ্ধে তিনি খেলেছেন। ব্যাট হাতে রান না পেলেও দুরন্ত ক্যাচ ধরে নিজেকে প্রমাণ করেছেন। রোহিতের দাবি, তিনি এখন সম্পূর্ণ ফিট। আর তারপরেই রোহিত শর্মাকে অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলে ফেরানোর জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠতে শুরু করে। এমনকি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, ফিট থাকলে নিশ্চয়ই অস্ট্রেলিয়া যাবে রোহিত।

 

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলে জায়গা করে নিতে রোহিত শর্মাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। টিম ইন্ডিয়ার ফিজিয়ো নীতিন প্যাটেলের সামনেই রোহিতকে ফিটনেস পরীক্ষা দিতে হবে বলে জানা গিয়েছে। আর সেই ফিটনেস টেস্টে রোহিত পাস করলে অস্ট্রেলিয়া উড়ে যেতে পারবেন। যদিও অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের সহ অধিনায়কত্ব সামলাবেন কেএল রাহুল। রোহিতকে ওয়ান ডে সিরিজে বিশ্রাম দিয়ে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজে খেলানো হতে পারে বলেও বোর্ড সূত্রে খবর।

আরও পড়ুন - ঠিক মতো বলই ছুঁড়তে পারেন না, তাও জাতীয় দলে বরুন চক্রবর্তী!

.