ইতালির কাছে হারের ধাক্কা কাটিয়ে শনিবার ইউরো কাপে নামছে বেলজিয়াম

প্রথম ম্যাচে হারতে হয়েছিল। তাই ইউরো কাপের দ্বিতীয় ম্যাচে জাত চেনাতে মরিয়া বেলজিয়াম। তারকাখচিত বেলজিয়ামের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে হারের জন্য গ্রুপ লিগের বাকি দুটি ম্যাচ বেলজিয়ামের কাছে ডু অর ডাই।

Updated By: Jun 17, 2016, 04:43 PM IST
ইতালির কাছে হারের ধাক্কা কাটিয়ে শনিবার ইউরো কাপে নামছে বেলজিয়াম

ওয়েব ডেস্ক: প্রথম ম্যাচে হারতে হয়েছিল। তাই ইউরো কাপের দ্বিতীয় ম্যাচে জাত চেনাতে মরিয়া বেলজিয়াম। তারকাখচিত বেলজিয়ামের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে হারের জন্য গ্রুপ লিগের বাকি দুটি ম্যাচ বেলজিয়ামের কাছে ডু অর ডাই।

ইতালির কাছে হারের ধাক্কা কাটিয়ে শনিবার ইউরো কাপে নামছে বেলজিয়াম। গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে মার্ক উইলমটসের দলের সামনে আয়ারল্যান্ড। ফিফা র‍্যাঙ্কিংয়ের বিচারে ইউরোপের এক নম্বর দল হিসেবে ইউরোর আসরে নেমেছে বেলজিয়াম। হ্যাজার্ড,ডিব্রুইন,ফেলেইনিদের নিয়ে গড়া এবারের বেলজিয়াম ইউরো জেতার বড় দাবিদার। ইতালির বিরুদ্ধে প্রথম ম্যাচে অবশ্য সুপার ফ্লপ টিম বেলজিয়াম। গ্রুপ লিগের বাকি দুটো ম্যাচ বেলজিয়ামের কাছে এখন ডু ওর ডাই। ইতালি ম্যাচের পুনরাবৃত্তি মানে ইউরো থেকে ছুটি হয়ে যাবে হ্যাজার্ডদের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দলে পরিবর্তনের পথে হাঁটতে পারেন বেলজিয়ামের কোচ। অন্যদিকে রবি কিন ও রবি ব্রাড়লির দিকে তাকিয়ে আয়ারল্যান্ড। ১৯৯৭ সালে শেষবার মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। সেবার শেষ হাসি হেসেছিল বেলজিয়াম।

.