ডিফেন্ডার বেলোই সবুজ-মেরুনকে চ্যাম্পিয়ন করার নায়ক

স্বপ্ন সত্যি হল। আইলিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। ১৩ বছর পর ভারত সেরা হল সবুজ মেরুন। 

Updated By: May 31, 2015, 11:10 PM IST
ডিফেন্ডার বেলোই সবুজ-মেরুনকে চ্যাম্পিয়ন করার নায়ক

ওয়েব ডেস্ক: স্বপ্ন সত্যি হল। আইলিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। ১৩ বছর পর ভারত সেরা হল সবুজ মেরুন। 

হাজার হাজার সমর্থকদের যে স্বপ্ন দেখিয়েছিলেন সোনি, বলবন্তরা সেটা সত্যি করে দেখিয়ে দিলেন তাঁরা। আইলিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। বেঙ্গালুরুতে বেঙ্গালুরু এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে ১৩ বছর পর আইলিগ চ্যাম্পিয়ন হল সবুজ মেরুন। চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুধুমাত্র ড্রয়েরই প্রয়োজন ছিল কাত্সুমিদের। টানটান উত্তেজনার ম্যাচে স্নায়ুর লড়াইয়ে বাজিমাত করল সঞ্জয় সেন ব্রিগেড। এক গোলে পিছিয়ে থেকেও খেলার শেষ মূহুর্তে গোল করে ভারত সেরা হল মোহনবাগান। প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মোহনবাগান। কিন্তু সোনি নর্ডির শট পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে বেঙ্গালুরুর হয়ে গোল করে যান জন জনসন। তারপর ৮৬ মিনিট পর্যন্ত একের পর এক আক্রমণ চালালেও পিছিয়ে ছিল মোহনবাগান। তারপর বেলো ম্যাজিক। সোনির নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে কাঙ্খিত গোলটা করে যান বেলো রাজ্জাক। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

 

.