সামির হ্যাটট্রিক, ঋদ্ধি ৮৭, তবু চাপে বাংলা

সামি আহমেদের দুরন্ত বোলিং সত্বেও মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে চাপে বাংলা। দ্বিতীয় দিন সকালে বাংলাকে ম্যাচে ফেরান পেসার সামি আহমেদ। হ্যাটট্রিক সহ সাত সামি আমেদের দুরন্ত বোলিংয়ে ধরাশায়ী হয়ে যাওয়া মধ্যপ্রদেশের বিরুদ্ধে অ্যাডভান্টেজের সুবিধা নিতে পারল না বাংলা। হ্যাটট্রিক সহ সাত উইকেট নিয়ে দ্বিতীয় দিনেই মধ্যপ্রদেশের ব্যাটিং লাইন আপে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন সামি। ৩০ ওভারে ৭৯ রানের বিনিময়ে সাত উইকেটে-এটাই রঞ্জিতে সামির সেরা বোলিং। মধ্যপ্রদেশের ইনিংস শেষ হয় ৩৪২ রানে।

Updated By: Nov 25, 2012, 07:39 PM IST

মধ্যপ্রদেশ: ৩৪২, বাংলা: ২০০/৬
সামি আহমেদের দুরন্ত বোলিং সত্ত্বেও মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে চাপে বাংলা। দ্বিতীয় দিন সকালে বাংলাকে ম্যাচে ফেরান পেসার সামি আহমেদ। হ্যাটট্রিক সহ সাত সামি আমেদের দুরন্ত বোলিংয়ে ধরাশায়ী হয়ে যাওয়া মধ্যপ্রদেশের বিরুদ্ধে অ্যাডভান্টেজের সুবিধা নিতে পারল না বাংলা। হ্যাটট্রিক সহ সাত উইকেট নিয়ে দ্বিতীয় দিনেই মধ্যপ্রদেশের ব্যাটিং লাইন আপে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন সামি। ৩০ ওভারে ৭৯ রানের বিনিময়ে সাত উইকেটে-এটাই রঞ্জিতে সামির সেরা বোলিং। মধ্যপ্রদেশের ইনিংস শেষ হয় ৩৪২ রানে।
জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ বাংলার টপ অর্ডার। টানা ব্যর্থ শ্রীবত্স গোস্বামী। এদিন কোন রান না করেই আউট হন তিনি। শুভময় এক ও পার্থসারথি ভট্টাচার্য ‍১৩ রানে আউট। ঋতম পোড়েল ৩০ ও অনুষ্টুর ১০ রানে আউট হওয়ার পর বাংলার ইনিংসের কিছুটা হাল ধরার চেষ্টা করেন অভিষেক ঝুনঝুনওয়ালা ও ঋদ্ধিমান সাহা। দিনের শেষ বলে ঋদ্ধিমান আউট হতেই আবার চাপে বাংলা। ঋদ্ধি আউট হন ৮৭ রানে। ৪১ রানে অপরাজিত রয়েছেন ঝুনঝুনওয়ালা। তিন পয়েন্ট পেতে হলে বাংলাকে এখনও করতে হবে ১৪২ রান, হাতে আর মাত্র চার উইকেট।

.