বাঙালি ক্রিকেট দেখতে ভালবাসে, খেলতে নয়: সৌরভ

অলি-গলির পাড়া ক্রিকেট থেকে ২২ গজের মহাযুদ্ধ, স্রেফ গলা ফাটিয়েই দলকে জিতিয়ে দেওয়াক ক্ষমতা রাখে কলকাতা। ইডেন তো বটেই এমনকী গোটা দেশের ক্রিকেট অনুরাগ নিয়েই একই মত সৌরভ গাঙ্গুলির। 

Updated By: May 16, 2018, 12:12 PM IST
বাঙালি ক্রিকেট দেখতে ভালবাসে, খেলতে নয়: সৌরভ

নিজস্ব প্রতিবেদন: এখনও ভালবাসেন ২২ গজ, সবুজ ময়দান দেখলেই মনে হয় লন্ডনের হাইড পার্ক। এক মোবাইল প্রস্তুতকারক সংস্থার হ্যাশট্যাগ ‘অন দি গো’ অনুষ্ঠানে স্মৃতিমেদুর সৌরভ জানালেন তাঁর ক্রিকেট অনুরাগের কথা। একই সঙ্গে মত জানালেন বাঙালির ক্রিকেট প্রেম নিয়েও।   

আরও পড়ুন- বিরাট নায়ক হতে পারতেন, শাহরুখ ক্রিকেটার, ‘উলটপূরাণ পছন্দ’ গাঙ্গুলির

‘বাঙালি ক্রিকেট দেখতে ভালবাসে, খেলতে নয়’। আপনি সহমত না হলেও ‘প্রিন্স অব কলকাতা’ ভাবেন এমনটাই। পোস্তপ্রেমী সৌরভ মনে করেন, ক্রিকেট খেলতে গেলে যা ঘাম ঝরাতে হয়, যে পরিমাণ পরিশ্রম করতে হয়, সুখী বাঙালি এই ঝক্কিটাই এখন নেয় না। বরং রসিক বাঙালি অনেক বেশি ‘অ্যাক্টিভ’ ভোজনে।

তবে শহরবাসীর ক্রিকেট অনুরাগ নিয়ে কোনও সন্দেহই নেই মহারাজের। অলি-গলির পাড়া ক্রিকেট থেকে ২২ গজের মহাযুদ্ধ, স্রেফ গলা ফাটিয়েই দলকে জিতিয়ে দেওয়াক ক্ষমতা রাখে কলকাতা। ইডেন তো বটেই এমনকী গোটা দেশের ক্রিকেট অনুরাগ নিয়েই একই মত সৌরভ গাঙ্গুলির। 

 

.