স্মিথের ডিআরএস বিতর্কে আইসিসি'র হস্তক্ষেপ চাইছেন গাভাসকর-গাঙ্গুলি

বেঙ্গালুরুর ড্রেসিংরুম ডিআরএস এই মূহুর্তে সব ক্রিকেটীয় বিতর্ককে ছাপিয়ে গেছে। অসি অধিনায়ক স্টিভ স্মিথের এই সিদ্ধান্তে অখুশি হয়ে তাকে মাঠ ছাড়তে বাধ্য করেছিলেন বিরাট কোহলি। ভারতের টিম ম্যানেজমেন্ট ম্যাচ রেফারি ক্রিশ ব্রড়ের কাছে স্মিথের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছে। এবার কোহলির পাশে দাঁড়িয়ে ভারতের প্রাক্তন অধিনায়করাও চাইলেন আইসিসির হস্তক্ষেপ। সুনীল গাভাসকর তো আইসিসির তদন্ত দাবি করে বসেছেন। সানির মতে এটা কখনই খেলার স্পিরিট হতে পারে না। আইসিসি কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে তিনি। গাভাসকরের দাবি এধরনের ঘটনা তিনি আগে কখনও দেখেননি। তিনি মনে করেন স্মিথ পরিস্কার ড্রেসিংরুমের তাকিয়ে কিছু সাহায্য চাইছিলেন। প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও মনে করেন  এরকম ঘটনা রুখতে আইসিসির পদক্ষেপ নেওয়া উচিত। তার মতে আম্পায়ার ও ম্যাচ রেফারির উচিত এরকম ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করা। উল্টোদিকে এই ঘটনার সময় নন স্ট্রাইকিং এন্ডে থাকা হ্যান্ডসকম্ব জানিয়েছেন তার অধিনায়কের কোনও দোষ ছিল না। তাঁকে স্মিথ জিজ্ঞাসা করেছিলেন ডিআরএস চাওয়া উচিত কি না। তিনি দোটানায় থাকায় ড্রেসিংরুমের দিকে তাকিয়েছিলেন স্মিথ। (আধুনিক ক্রিকেটে ক্ষমতা বাড়ছে আম্পায়ারদের, ব্যাটের সাইজেও আসছে পরিবর্তন) 

Updated By: Mar 8, 2017, 04:37 PM IST
স্মিথের ডিআরএস বিতর্কে আইসিসি'র হস্তক্ষেপ চাইছেন গাভাসকর-গাঙ্গুলি

ব্যুরো: বেঙ্গালুরুর ড্রেসিংরুম ডিআরএস এই মূহুর্তে সব ক্রিকেটীয় বিতর্ককে ছাপিয়ে গেছে। অসি অধিনায়ক স্টিভ স্মিথের এই সিদ্ধান্তে অখুশি হয়ে তাকে মাঠ ছাড়তে বাধ্য করেছিলেন বিরাট কোহলি। ভারতের টিম ম্যানেজমেন্ট ম্যাচ রেফারি ক্রিশ ব্রড়ের কাছে স্মিথের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছে। এবার কোহলির পাশে দাঁড়িয়ে ভারতের প্রাক্তন অধিনায়করাও চাইলেন আইসিসির হস্তক্ষেপ। সুনীল গাভাসকর তো আইসিসির তদন্ত দাবি করে বসেছেন। সানির মতে এটা কখনই খেলার স্পিরিট হতে পারে না। আইসিসি কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে তিনি। গাভাসকরের দাবি এধরনের ঘটনা তিনি আগে কখনও দেখেননি। তিনি মনে করেন স্মিথ পরিস্কার ড্রেসিংরুমের তাকিয়ে কিছু সাহায্য চাইছিলেন। প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও মনে করেন  এরকম ঘটনা রুখতে আইসিসির পদক্ষেপ নেওয়া উচিত। তার মতে আম্পায়ার ও ম্যাচ রেফারির উচিত এরকম ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করা। উল্টোদিকে এই ঘটনার সময় নন স্ট্রাইকিং এন্ডে থাকা হ্যান্ডসকম্ব জানিয়েছেন তার অধিনায়কের কোনও দোষ ছিল না। তাঁকে স্মিথ জিজ্ঞাসা করেছিলেন ডিআরএস চাওয়া উচিত কি না। তিনি দোটানায় থাকায় ড্রেসিংরুমের দিকে তাকিয়েছিলেন স্মিথ। (আধুনিক ক্রিকেটে ক্ষমতা বাড়ছে আম্পায়ারদের, ব্যাটের সাইজেও আসছে পরিবর্তন

.