আটলান্টিক মহাসাগরে ১.৪ মাইল ৫২ মিনিটে সাঁতরে বিশ্বরেকর্ড ভারতের ভক্তি শর্মার

১.৪ মাত্র ৫২ মিনিটে সাঁতরে বিশ্ব রেকর্ড তৈরি করলেন ভারতীয় ওপেন ওয়াটার সাঁতারু ভক্তি শর্মা। গতকাল, আন্টার্টিক মহাসাগরের ১ ডিগ্রি উষ্ণতায় এই রেকর্ড গড়েন তিনি। প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন ভক্তি।

Updated By: Jan 15, 2015, 03:18 PM IST
আটলান্টিক মহাসাগরে ১.৪ মাইল ৫২ মিনিটে সাঁতরে বিশ্বরেকর্ড ভারতের  ভক্তি শর্মার

ওয়েব ডেস্ক: ১.৪ মাত্র ৫২ মিনিটে সাঁতরে বিশ্ব রেকর্ড তৈরি করলেন ভারতীয় ওপেন ওয়াটার সাঁতারু ভক্তি শর্মা। গতকাল, আটলান্টিক মহাসাগরের ১ ডিগ্রি উষ্ণতায় এই রেকর্ড গড়েন তিনি। প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন ভক্তি।

ব্রিটিশ ওপেন ওয়াটার সাঁতারু লুইস পাঘ ও আমেরিকান সাঁতারু নিল কক্সের রেকর্ড ভাঙলেন ভক্তি।

২৪ বছরের ভক্তি শুধু ভারত নয় এশিয়ার প্রথম ও সর্বকনিষ্ঠ সাঁতারু যিনি ৫টি মহাসাগরই জয় করলেন। ভক্তিকে স্পনসর করেছিল হিন্দিস্থান জিঙ্ক।

 

.