ভারতীয় হকি দলের অধিনায়ক নির্বাচিত হলেন ভরত ছেত্রী
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় হকি দলের অধিনায়ক নির্বাচিত হলেন গোলকিপার ভরত ছেত্রী। সাতাশ বছর বয়সী ভরত একশো চোদ্দটি আন্তর্জাতিক ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। নিজের কেরিয়ারে এই প্রথম অধিনায়কত্ব করতে চলেছেন ভরত ছেত্রী।
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় হকি দলের অধিনায়ক নির্বাচিত হলেন গোলকিপার ভরত ছেত্রী।সাতাশ বছর বয়সী ভরত একশো চোদ্দটি আন্তর্জাতিক ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। নিজের কেরিয়ারে এই প্রথম অধিনায়কত্ব করতে চলেছেন ভরত ছেত্রী। লেসসি ক্লডিয়াস,গুরবক্স সিংয়ের পর আবার কোনও বাংলার খেলোয়াড় ভারতীয় হকি দলের নেতৃত্বে এলেন। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ ইগনেস তিরকে। প্রাক্তন অধিনায়ক রাজপাল থাকছেন সামনের সারিতে সঙ্গে যুবরাজ বালমিকি,গুরভিন্দর সিং চান্দি,দানিস মুস্তবা আর সরবনজিত্ সিং।এবার দলে জায়গা পেয়েছেন সন্দীপ সিং আর সরদারা সিং ও।