মেজাজ নিয়ন্ত্রক করুক বিরাট: বেদী
বিরাট কোহলির আচরণে বিরক্তি বাড়ছে বিসিসিআই-এর। বিশেষ করে আইপিএলের একটি ম্যাচে কোহলি আম্পায়ারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ানোয় ক্ষুব্ধ হন বোর্ড কর্তারা। এবার সেই ক্ষোভে ঘি ঢাললেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিষেন সিং বেদী। তিনি বলেন বিরাটের আচরণের পরিবর্তনের জন্য একজন কড়া ধাঁচের কোচের প্রয়োজন। বেদীর মতে বিরাট ভীষণ আবেগপ্রবন। এটা একেবারেই ভাল নয়। তিনি বলেন ক্রিকেট আর কবাডি বা খো-খো খেলা এক নয়। কারন ক্রিকেট খেলাটা দীর্ঘক্ষণ ধরে খেলতে হয়। ফলে মেজাজটাও ঠিক রাখা উচিত। অহেতুক মেজাজ গরম করার কোনও মানে নেই।
ওয়েব ডেস্ক: বিরাট কোহলির আচরণে বিরক্তি বাড়ছে বিসিসিআই-এর। বিশেষ করে আইপিএলের একটি ম্যাচে কোহলি আম্পায়ারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ানোয় ক্ষুব্ধ হন বোর্ড কর্তারা। এবার সেই ক্ষোভে ঘি ঢাললেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিষেন সিং বেদী। তিনি বলেন বিরাটের আচরণের পরিবর্তনের জন্য একজন কড়া ধাঁচের কোচের প্রয়োজন। বেদীর মতে বিরাট ভীষণ আবেগপ্রবন। এটা একেবারেই ভাল নয়। তিনি বলেন ক্রিকেট আর কবাডি বা খো-খো খেলা এক নয়। কারন ক্রিকেট খেলাটা দীর্ঘক্ষণ ধরে খেলতে হয়। ফলে মেজাজটাও ঠিক রাখা উচিত। অহেতুক মেজাজ গরম করার কোনও মানে নেই।