2022 FIFA World Cup Qualifiers: আফগানদের বিরুদ্ধে দুসানবের ঠান্ডা আর অ্যাস্ট্রোটার্ফে খেলার চ্যালেঞ্জ সুনীলদের

আফগান ম্যাচের আগে এই জোড়া চ্যালেঞ্জই ভাবাচ্ছে জাতীয় কোচ ইগর স্টিমাচকে।

Updated By: Nov 14, 2019, 08:29 AM IST
2022 FIFA World Cup Qualifiers: আফগানদের বিরুদ্ধে দুসানবের ঠান্ডা আর অ্যাস্ট্রোটার্ফে খেলার চ্যালেঞ্জ সুনীলদের

নিজস্ব প্রতিবেদন: আজ ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতাপর্বের ম্যাচে ভারতের সামনে আফগানিস্তান। নিজেদের হোম ম্যাচ তাজিকিস্তানের দুসানবেতে খেলবে আফগানরা। দুসানবের ঠান্ডা আর কৃত্রিম ঘাসের মাঠে খেলার চ্যালেঞ্জই ভাবাচ্ছে সুনীলদের।

তাজিকিস্তানের দুসানবেতে কঠিন চ্যালেঞ্জ ভারতীয় ফুটবলের দলের সামনে। আজ বিশ্বকাপের কোয়ালিফায়ারে আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছেন সুনীলরা। স্থানীয় সময়ে ম্যাচের কিক অফ সন্ধ্যে সাতটায়। সেইসময় তাপমাত্রা থাকতে পারে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার সঙ্গে থাকছে আবার অ্যাস্ট্রোটার্ফে খেলার চ্যালেঞ্জ। কৃত্রিম ঘাসের মাঠে খেলতে একেবারেই অভ্যস্ত নন সুনীলরা। আফগান ম্যাচের আগে এই জোড়া চ্যালেঞ্জই ভাবাচ্ছে জাতীয় কোচ ইগর স্টিমাচকে।

পারিবারিক সমস্যায় দুবাই থেকে দেশে ফিরে এসেছেন আনাস। তাই ডিফেন্সে বদল আনতেই হচ্ছে জাতীয় কোচকে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের আশা জিইয়ে রাখতে আজ অ্যাওয়ে ম্যাচে আফগানদের হারাতেই হবে টিম ইন্ডিয়াকে। বাংলাদেশ ম্যাচে সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছিল ব্লু ব্রিগেডকে। তাই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারত অধিনায়ক বলছেন, শুধু গোলের সুযোগ তৈরি করলেই চলবে না, গোলও করতে হবে।

আরও পড়ুন - আজ ইন্দোরে শুরু প্রথম টেস্ট, বাংলাদেশকে হালকা ভাবে নিতে নারাজ টিম ইন্ডিয়া

.