আজ ভারতে আসছেন ব্লাটার
আজ ঝটিকা সফরে ভারতে আসছেন ফিফা সভাপতি শ্যেপ ব্লাটার। দুপুর দেড়টা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর কথা বিশ্ব ফুটবলের সর্বময় ব্যক্তিত্বর। বিকেলে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত্ করবেন ব্লাটার।
আজ ঝটিকা সফরে ভারতে আসছেন ফিফা সভাপতি শ্যেপ ব্লাটার। দুপুর দেড়টা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর কথা বিশ্ব ফুটবলের সর্বময় ব্যক্তিত্বর। বিকেলে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত্ করবেন ব্লাটার।
মধ্যাহ্নভোজে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী সমিতির সদস্যদের সঙ্গে মিলিত হবেন ব্লাটার। বিকেল ৫টায় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন তিনি। ফেডারেশনের শীর্ষকর্তারা মনে করছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়ই ২০১৭ সালের যুব বিশ্বকাপ ভারতে হওয়ার ব্যাপারে আশ্বাস দিতে পারেন ব্লাটার। সন্ধেবেলায় সংবাদমাধ্যমের সঙ্গে মিলিত হবেন ফিফা সভাপতি। ব্লাটারের সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে আই লিগের ক্লাবগুলির শীর্ষকর্তাদের। বিশিষ্ট প্রাক্তন ফুটবলারদের নৈশালোকে আমন্ত্রণ জানানো হয়েছে।