সচিন, সৌরভ, লক্ষ্মণদের পরামর্শদাতা কমিটি ভেঙে দিচ্ছে BCCI

সচিন, সৌরভ, লক্ষ্মণদের ক্রিকেটীয় পরামর্শদাতা কমিটি ভেঙে দিচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বদলে সচিন, সৌরভ, লক্ষ্মণদের সঙ্গে আরও কয়েকজন প্রাক্তন ক্রিকেটারকে জুড়ে দিয়ে হাইপারফরম্যান্স কমিটি গড়তে চলেছে বিসিসিআই। বোর্ড সূত্রে খবর এই কমিটিতে টেকনিক্যাল কমিটির কয়েকজন সদস্যকে অন্তর্ভূক্ত করার কথা ভাবছেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর।

Updated By: Jul 5, 2016, 09:48 PM IST
সচিন, সৌরভ, লক্ষ্মণদের পরামর্শদাতা কমিটি ভেঙে দিচ্ছে BCCI

ব্যুরো: সচিন, সৌরভ, লক্ষ্মণদের ক্রিকেটীয় পরামর্শদাতা কমিটি ভেঙে দিচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বদলে সচিন, সৌরভ, লক্ষ্মণদের সঙ্গে আরও কয়েকজন প্রাক্তন ক্রিকেটারকে জুড়ে দিয়ে হাইপারফরম্যান্স কমিটি গড়তে চলেছে বিসিসিআই। বোর্ড সূত্রে খবর এই কমিটিতে টেকনিক্যাল কমিটির কয়েকজন সদস্যকে অন্তর্ভূক্ত করার কথা ভাবছেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর।

কুম্বলের এক ঘণ্টা ব্যাটিং চ্যালেঞ্জে 'ফেল' কোহলি, 'পাস' রাহানে

পাশাপাশি জাতীয় নির্বাচক কমিটির প্রাক্তন সদস্য ও এনসিএ কোচেদেরও রাখা হবে এই কমিটিতে। সেপ্টেম্বর মাসে বার্ষিক সাধারণ সভায় এই হাইপারফরম্যান্স কমিটি গড়া হবে। জানা গেছে সৌরভ, সচিনদের সঙ্গে এই কমিটিতে স্থান পেতে পারেন সন্দীপ পাতিলও।

.