আইএসএলের উদ্বোধনে পারফর্ম করতে হাজির বলিউড
আইএসএলের উদ্বোধনে পারফর্ম করতে কলকাতায় এসে পৌছলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দমদম বিমানবন্দরে পা রেখেই প্রিয়াঙ্কা জানিয়ে দিলেন ফুটবলের শহর কলকাতার দর্শকদের সামনে এধরনের একটি উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পাওয়ায় তিনি খুশি।
ওয়েব ডেস্ক: আইএসএলের উদ্বোধনে পারফর্ম করতে কলকাতায় এসে পৌছলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দমদম বিমানবন্দরে পা রেখেই প্রিয়াঙ্কা জানিয়ে দিলেন ফুটবলের শহর কলকাতার দর্শকদের সামনে এধরনের একটি উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পাওয়ায় তিনি খুশি।
ইন্ডিয়ান সুপার লিগ ভারতীয় ফুটবলে এক নতুন দিগন্ত খুলে দেবে। এমনটাই আশা রাখেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল। প্রফুল প্যাটেল বলেন আইএসএল ভারতীয় ফুটবলের তৃণমূল স্তরে উন্নতি ঘটাতে সাহায্য করবে। কারন আইএসএলে অনেক বিশ্বকাপার খেলবেন। ফলে ভারতের জুনিয়র ফুটবলাররাও এতে উপকৃত হবেন।
প্রফুল প্যাটেল বলেন অনেকেই ভাবছেন আইএসএলের জন্য আইলিগের অস্তিত্ব সংকটে। কিন্তু এটা একেবারেই ভুল ধারনা। বরং আইএসএলের প্রভাবে আইলিগের জৌলুস আরও বাড়বে।
আইএসএলের মতন টুর্নামেন্ট করতে পারার জন্য ফিফাকে কৃতজ্ঞতা জানিয়েছেন এআইএফএফ সভাপতি।