ডনের ব্লেজার বিক্রি হল ৬২ লক্ষ টাকায়
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক কিংবদন্তী ক্রিকেটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্লেজারের দড় উঠল A$132,000, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬২ লক্ষ টাকার সমান। মঙ্গলবার মেলবোর্নে একটি নিলাম ঘরে ব্র্যাডম্যানের ব্লেজারটি নিলামে তোলা হয়। নিলামি সংস্থার ধারণা ছিল, A$70,000-90,000 এর মধ্যেই ব্লেজারটি বিক্রি হবে। নিলামে ব্লেজারটির দড় A$100,000 ছাড়িয়ে যেতেই অবাক হন তাঁরা। অনেকেই মজা করে বলছেন, এই ব্লেজার তো আর 'মরা সাহেবের ব্লেজার নয়', ডন ব্র্যাডম্যানের ব্লেজার।
ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক কিংবদন্তী ক্রিকেটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্লেজারের দড় উঠল A$132,000, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬২ লক্ষ টাকার সমান। মঙ্গলবার মেলবোর্নে একটি নিলাম ঘরে ব্র্যাডম্যানের ব্লেজারটি নিলামে তোলা হয়। নিলামি সংস্থার ধারণা ছিল, A$70,000-90,000 এর মধ্যেই ব্লেজারটি বিক্রি হবে। নিলামে ব্লেজারটির দড় A$100,000 ছাড়িয়ে যেতেই অবাক হন তাঁরা। অনেকেই মজা করে বলছেন, এই ব্লেজার তো আর 'মরা সাহেবের ব্লেজার নয়', ডন ব্র্যাডম্যানের ব্লেজার।
অস্ট্রেলিয়া এক দৈনিক পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ওই ব্লেজারটি ১৯৩৬-৩৭ অ্যাসেজ সিরিজের। সবুজ রঙের জ্যাকেটে সোনালি রঙের পাইপিং দেওয়া ব্লেজারটি দেখতে নিলাম ঘরে এসেছিলেন অনেকেই। উল্লেখ্য অধিনায়ক ব্র্যাডম্যানের নেতৃত্বে ১৯৩৬-৩৭ অ্যাসেজ সিরিজ ৩-২ তে জিতেছিল অসিরা।