বিশাখাপত্তনমে ওপেনার রোহিতের সেঞ্চুরি! কিংবদন্তি ব্র্যাডম্যানকে ছুঁলেন 'হিটম্যান'
রোহিত শর্মা অপরাজিত রয়েছেন ১১৫ রানে।
নিজস্ব প্রতিবেদন : টেস্টে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে ফিরেই দুরন্ত শতরান করলেন রোহিত শর্মা। বিশাখাপত্তনমে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি করেন হিটম্যান। আর এই সেঞ্চুরির সৌজন্যেই কিংবদন্তি ব্র্যাডম্যানকে স্পর্শ করে ফেললেন রোহিত শর্মা।
ঘরের মাঠে অন্তত ১০টি টেস্ট ইনিংসে ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ব্যাটিং গড়ের নিরিখে স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন রোহিত শর্মা। দেশের মাটিতে বিশাখাপত্তনমের প্রথম ইনিংসটি নিয়ে মোট ১৫টি টেস্ট ইনিংসে ব্যাট করেছেন রোহিত শর্মা৷ রোহিত শর্মা অপরাজিত রয়েছেন ১১৫ রানে। ঘরের মাঠে রোহিত শর্মার রান ৮৮৪। ব্যাটিং গড় ৯৮.২২।
Rohit Sharma averages 98.22 in Test cricket in India!
Only one batsman has a better home Test record than him (minimum 10 innings), can you name that player? pic.twitter.com/uJC44RNv0k
— ICC (@ICC) October 2, 2019
ব্র্যাডম্যানও দেশের মাটিতে ৫০টি টেস্ট ইনিংসে করেছেন ৪৩২২ রান। ঘরের মাঠে ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ও ৯৮.২২। এখন পর্যন্ত ঘরের মাঠে রোহিত শর্মা এবং ব্র্যাডম্যানের টেস্ট ব্যাটিং গড় সমান সমান৷
আরও পড়ুন - বৃষ্টিবিঘ্নিত টেস্টের প্রথম দিন, ভারতের এক উইকেটও ফেলতে পারল না দক্ষিণ আফ্রিকা