ভারতের ২৬৭ রানে অক্সিজেন জোগাল শুধুমাত্র রোহিতের শতরান

২০০০ পর রোহিত শর্মা ভারতীয় হিসাবে মেলবোর্নের নিস্তবদ্ধতা ভাঙলেন। আর তারসঙ্গে একটু ব্যাটও  গরম করে নিলেন আসন্ন বিশ্বকাপে জন্য। ১০৯ বলে দুরন্ত শতরান রোহিতের। একদিনের ক্রিকেটে ষষ্ঠশতরান পূরণ করলেন তিনি।

Updated By: Jan 18, 2015, 01:12 PM IST
ভারতের ২৬৭ রানে অক্সিজেন জোগাল শুধুমাত্র রোহিতের শতরান

ভারত- ২৬৭/৮ (৫০.০ ওভার)

ওয়েব ডেস্ক: ২০০০ পর রোহিত শর্মা ভারতীয় হিসাবে মেলবোর্নের নিস্তবদ্ধতা ভাঙলেন। আর তারসঙ্গে একটু ব্যাটও  গরম করে নিলেন আসন্ন বিশ্বকাপে জন্য। ১০৯ বলে দুরন্ত শতরান রোহিতের। একদিনের ক্রিকেটে ষষ্ঠশতরান পূরণ করলেন তিনি।

রায়না   ৫১ রানে আউট হয়ে যায় স্টার্কের বলে। তখন রোহিতের রান ৯৮ । তিনটে ৬ ও ছয়টা ৪ ভর করে শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে। তবে শতরানের মুখে দাঁড়িয়ে তাঁর ব্যাট আর শরীরে কোনও জড়তা নেই। ৩৬ ওভারের মাথায়  স্টার্কের সোজা সাপটা বলে এক রান নিয়ে রেকর্ড গড়লেন এমসিজিতে দ্বিতীয় শতরান ব্যক্তি হিসাবে।

টসে জিতে মহেন্দ্র সিং ধোনি ব্যাট করার সিদ্ধান্ত নেন। রোহিত ও রায়না ছাড়া ভারতীয় ব্যাটিং লাইনআপে উল্লেখযোগ্য কোনও রান নেই। শুধুই আসা-যাওয়া। রোহিতের ১৩৮ রানে ভর করে ভারত ২৬৭ রানে পৌঁছায়। এদিকে ৬ উইকেট নিয়ে ভারতের বড় রান করার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

.