Cristiano Ronaldo | Bruno Fernandes: 'রোনাল্ডোর গোল' হয়ে গেল তাঁর! কী বলছেন পর্তুগালের আট নম্বর জার্সিধারী?

Cristiano Ronaldo: রোনাল্ডোর গোল হয়ে গেল ব্রুনোর! যা নিয়ে তোলপাড় ফুটবলবিশ্ব। এবার বড় কথা বলে দিলেন ব্রুনো ফার্নান্ডেজ।

Updated By: Nov 29, 2022, 03:52 PM IST
Cristiano Ronaldo | Bruno Fernandes: 'রোনাল্ডোর গোল' হয়ে গেল তাঁর! কী বলছেন পর্তুগালের আট নম্বর জার্সিধারী?
বড় কথা বলে দিলেন ব্রুনো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লুসেল স্টেডিয়ামে (Lusail Stadium) পর্তুগাল ২-০ গোলে উরুগুয়েকে (Uruguay vs Portugal) হারিয়েছে। দুরন্ত জয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগাল চলে গিয়েছে বিশ্বকাপের শেষ ষোলোয় (FIFA World Cup 2022)। উরুগুয়কে হারিয়ে চার বছর আগের বদলা নিলেন ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandes)। ২৮ বছরের ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) স্টার মিডফিল্ডারের পা থেকেই এসেছে জোড়া গোল। বিরতিতে গোলশূন্য থাকা ম্যাচের রং বদলে দিয়েছেন ব্রুনোই। ফার্নান্দো স্যান্টোসের দল এক ম্যাচ হাতে রেখেই নক আউটের টিকিট কনফার্ম করে নিয়েছে। 

পর্তুগাল ম্যাচে ব্রুনোর প্রথম গোলটি নিয়ে এখনও আলোচনা চলছে। কারণ প্রথমে ওই গোলদাতা হিসাবে পর্তুগালের সাত নম্বর জার্সিধারীর নামই উঠে এসেছিল। কিন্তু পরে তা আট নম্বরের নামে হয়ে যায়। বাঁ দিক থেকে ক্রস তুলেছিলেন ব্রুনো। হেড করেছিলেন রোনাল্ডো। এর ঠিক পরেই বল জড়িয়ে যায় জালে। তবে বল রোনাল্ডোর মাথায় নয়, তাঁর চুলে স্পর্শ করেছিল! ফলে সেক্ষেত্রে ফিফা-র নিয়ম অনুসারে গোলদাতা হিসেবে ব্রুনোর নামই লেখা হল। রোনাল্ডো যেহেতু গোল না করেও গোল করার উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, সেহেতু পর্তুগিজ কিংবদন্তিকে বিস্তর সমালোচনা শুনতে হয়েছে।

আরও পড়ুন: Watch | Mario Ferri: রোনাল্ডোদের ম্যাচে মাঠে ঢুকে জানিয়েছেন প্রতিবাদ, এই মারিও খেলেছেন কলকাতার ক্লাবে!

এবার ব্রুনো মুখ খুললেন প্রথম গোল নিয়ে। ম্যাচের পর তিনি বলেছেন, 'এই জায়গায় দাঁড়িয়ে আমার মনেই হয় না কে গোল করল! আমার মনে হয়েছিল ক্রিশ্চিয়ানো বল স্পর্শ করেছিল। কারণ আমি ওকে বল বাড়িয়ে ছিলাম। গোল করা নয়, সব চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমরা জিতলাম। কঠিন একটা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলেছি। পরের ম্যাচ জিতে গ্রুপে শীর্ষস্থানে শেষ করে পরের রাউন্ডে যেতে চাই। অপ্রতিরোধ্য হয়ে শেষ করার লক্ষ্য়। আমাদের দল খুবই সংঘবদ্ধ। আমরা ম্যাচ ধরে ধরে ভাবতে যাই।' ম্যাচের ৮২ মিনিটে স্যান্টোস রোনাল্ডোকে তুলে গঞ্জালো ব়্যামোসকে নামান। যার ফলে ৯৩ মিনিটে রোনাল্ডোর বদলে পেনাল্টি নিয়েছিলেন ব্রুনো। গোলও করেন তিনি। সিআর সেভেন মাঠে থাকলে তিনিই পেনাল্টি বা ফ্রি-কিক নেন। যেহেতু চলে গিয়েছিলেন বেঞ্চে, সেহেতু ব্রুনো শট নেন। এই ম্যাচের পর রোনাল্ডো ডাগআউট থেকে মাঠে চলে এসে ব্রুনোকে বুকে টেনে নেন। এরপর একসঙ্গে উচ্ছ্বাস করেন তাঁরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.