Mohammedan Sporting, CFL 2022: খিদিরপুরকে ৩ গোলে হারিয়ে কলকাতা লিগ জয়ের আরও কাছে সাদা-কালো শিবির

গতবার কলকাতা লিগ জিতেছিল মহামেডান। এবারও যেদিকে কলকাতা লিগ গড়াচ্ছে তাতে ট্রফি যে রেড রোডের ধারের ক্লাবেই শোভা পেতে চলেছে তা বলাই যায়। 

Updated By: Oct 28, 2022, 05:28 PM IST
Mohammedan Sporting, CFL 2022: খিদিরপুরকে ৩ গোলে হারিয়ে কলকাতা লিগ জয়ের আরও কাছে সাদা-কালো শিবির
কলকাতা লিগ জয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে মহামেডান স্পোর্টিং। ছবি: টুইটার

মহামেডান স্পোর্টিং–৩

খিদিরপুর–০

(প্রীতম সিং-২, মার্কাস জোসেফ-পেনাল্টি)

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছরের পারফরম্যান্স বজায় রাখল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। শুক্রবার চলতি কলকাতা লিগে (Kolkata Football League) খিদিরপুরকে (Kidderpore) ৩-০ গোলে হারিয়ে এবারও লিগ জয়ের আরও কাছে চলে গেল সাদা-কালো শিবির। এদিন প্রথম গোল করেন মার্কাস জোসেফ (Marcus Joseph)। পেনাল্টি থেকে গোলটি করেন ত্রিনিদাদ-টোব্যাগো থেকে আসা এই স্ট্রাইকার। খেলার একেবারে শেষের দিকে প্রীতম সিং (Pritam Singh) জোড়া গোল করেন। 

আরও পড়ুন: Team India, Shoaib Akhtar: পাক হারের হতাশা, রোহিত-বিরাটের ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করলেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস', দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: ISL 2022-23, ATKMB vs EBFC: ফিরে দেখা শেষ চার ডার্বির বিশেষ মুহূর্ত

চলতি কলকাতা লিগে দারুণ ছন্দে রয়েছেন মার্কাস জোসেফ। পরপর তিন ম্যাচে ভালো পারফরম্যান্স করে তিনটি ম্যাচেই ম্যাচের সেরা হয়েছেন। প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে মার্কাস জোসেফ আরও ভয়ংকর হয়ে ওঠেন।  একাধিকবার গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন তিনি। সেই সব ক্ষেত্রে গোল করতে পারলে আরও বড় ব্যবধানে জিততেই পারত মহামেডান। গতবার কলকাতা লিগ জিতেছিল মহামেডান। এবারও যেদিকে কলকাতা লিগ গড়াচ্ছে তাতে ট্রফি যে রেড রোডের ধারের ক্লাবেই শোভা পেতে চলেছে তা বলাই যায়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)       

.