চ্যাম্পিইয়ন্স লিগের উদ্বোধনী রাতে অ্যাসিড টেস্টের সামনে গুয়ার্দিওলা, মোরিনহো, আনসেলেত্তি

চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী রাতে লড়াইয়ে নামছেন পেপ গুয়ার্দিওলা,হোসে মোরিনহো ও কার্লো আনসেলোত্তি। প্রথম দিনেই তিন মহীরুহের স্ট্র্যাটেজি দেখার জন্য মুখিয়ে গোটা বিশ্ব।

Updated By: Sep 17, 2013, 10:54 PM IST

চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী রাতে লড়াইয়ে নামছেন পেপ গুয়ার্দিওলা,হোসে মোরিনহো ও কার্লো আনসেলোত্তি। প্রথম দিনেই তিন মহীরুহের স্ট্র্যাটেজি দেখার জন্য মুখিয়ে গোটা বিশ্ব।
চাকরিতে বেটার অফার। তাই এক ক্লাব ছেড়ে অন্য ক্লাবে পাড়ি দিয়েছেন এই মূহুর্তে ক্লাব ফুটবলের তিন সেরা কোচ। রিয়াল ছেড়ে মোরিনহো চেলসিতে। প্যারিস সাঁজাঁ ছেড়ে রিয়াল মাদ্রিদে মোরিনহোর জায়গায় কার্লো আনসেলোত্তি। আর বার্সিলোনার সঙ্গে সমার্থক হয়ে যাওয়া পেপ গুয়ার্দিওয়ালা বিরতির পর বায়ার্ন মিউনিখে।নতুন মরসুমে নতুন ক্লাবে চাকরি পাওয়া এই তিন কোচ কাকতালীয়ভাবে একই দিনে শুরু করছেন চ্যাম্পিয়ন্স লিগ অভিযান। তিনজনের কাছেই এটাই হতে চলেছে মরসুমের প্রথম অ্যাসিড টেস্ট।
মোরিনহোর চেলসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের এফসি বাসেলের। পেপ গুয়ার্দিওলার বায়ার্ন মিউনিখের প্রথম প্রতিপক্ষ সিএসকেএ মস্কো।আর কার্লো আনসেলোত্তির রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে গালতাসারের ।উদ্বোধনী রাতে এই তিন কোচের তত্ত্বাবধানে তিন দলের প্রথম অ্যাসিড টেস্ট দেখার জন্য রাত জাগতেও প্রস্তুত ফুটবল দুনিয়া।

.