UEFA Champions League 2019-20: গোল করেও দলকে জেতাতে পারলেন না নেইমার, হার লিভারপুলের
অন্যদিকে প্যারি সাঁ জাঁ-র আক্রমণভাগকে আটকে দিয়ে দুরন্ত ফুটবল খেলল বরুশিয়া ডর্টমুন্ড।
নিজস্ব প্রতিবেদন: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম ম্যাচেই ধাক্কা খেল লিভারপুল এবং পিএসজি। গোল করেও পিএসজি-কে জেতাতে পারলেন না নেইমার। অন্যদিকে ইপিএলে দুরন্ত ফর্মে থাকা ক্লপের দল চ্যাম্পিয়ন্স লিগে ধাক্কা খেল।
RESULTS
So. Much. Drama!
Haaland double gives Dortmund first-leg lead
Atlético ahead in tie via Saúl Ñíguez goal
Who impressed you tonight?#UCL— UEFA Champions League (@ChampionsLeague) February 18, 2020
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগেই ধাক্কা খেল গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল। যে মাঠে গত মরশুমে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ইউরোপ সেরা হয়েছিল ক্লপের দল, সেই অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ এস্তাদিও মেত্রোপলিতানোয় হেরে গেল। বল দখলের লড়াইয়ে শুরু থেকে আধিপত্য রাখলেও ভ্যান ডিকরা শুরুতেই গোল হজম করে বসে। ম্যাচের একমাত্র গোলটি করেন সউল নিগেস। এর গোল শোধের মরিয়া চেষ্টায় সালহা, সাদিও মানেরা বার বার আটকে গেলেন অ্যাটলেটিকো মাদ্রিদের জমাট ডিফেন্সের কাছে। শেষ পর্যন্ত ১-০ গোলে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে যাওয়ার দিকে অনেকটা এগিয়ে গেল দিয়েগো সিমিওনের দল।
Atlético coach Diego Simeone: "In the 8 years I've been here, I’ve not seen the crowd like that for the whole game. It was really emotional."#UCL pic.twitter.com/69P4vWZErd
— UEFA Champions League (@ChampionsLeague) February 18, 2020
Erling Braut Haaland = 1st teenager to score 10 in a single campaign in #UCL history pic.twitter.com/6zAbGwQsBE
— UEFA Champions League (@ChampionsLeague) February 18, 2020
অন্যদিকে প্যারি সাঁ জাঁ-র আক্রমণভাগকে আটকে দিয়ে দুরন্ত ফুটবল খেলল বরুশিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে হরল্যান্ডের জোড়া গোলে জয় ছিনিয়ে নিল জার্মান ক্লাবটি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে এগিয়ে যায় বরুশিয়া। কিছুক্ষণ পরেই নেইমারের গোলে সমতায় ফেরে পিএসজি। নেইমারের গোলের মিনিট দুয়েক পরেই ফের হরল্যান্ডের গোল বরুশিয়ার জয় নিশ্চিত করে দেয়। ১৯ বছর বয়সী হরল্যান্ডের চ্যাম্পিয়ন্স লিগে ১০টি গোল হয়ে গেল।
আরও পড়ুন - ইনস্টাগ্রামে ইন্ডিয়ান কিং কোহলি! বিরাট বার্তায় মন ছুঁয়ে গেল ভক্তদের