১০১ বছর বয়সে আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় জয়ী, প্রয়াত স্প্রিন্টার Man Kaur
চণ্ডীগড়ের "Miracle Mom" নামে পরিচিত ছিলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: প্রয়াতু শতায়ু স্প্রিন্টার মন কৌর। ১০৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়ামহল।
Age is just a number এই প্রবাদকে সত্যি করেছিলেন মন কৌর। ২০১৭-তে অকল্যান্ডে অনুষ্ঠিত World Masters Games-এ ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হন তিনি। তখন তাঁর বয়স ছিল ১০১ বছর। ভারত সরকারে তরফে 'নারী শক্তি' সম্মানও দেওয়া হয় তাঁকে।
তাঁর পরিবার সূত্রে খবর, শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই শতায়ু স্প্রিন্টার। শনিবার বেলা ১টা নাগাদ সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯১৬-র পয়লা মার্চ জন্মগ্রহণ করেন মন কৌর। চণ্ডীগড়ের "Miracle Mom " নামে তিনি বেশ পরিচিত।
The record-breaking oldest Indian centenarian sprinter Man Kaur, who started running at the age of 93, passed away at 105.
A #NariShakti Awardee, her indomitable spirit to pursue her dreams will continue to inspire us.
Here's a clip of her meeting with Hon PM @narendramodi. pic.twitter.com/DgxPgIuyjL
— MyGovIndia (@mygovindia) July 31, 2021