আই লিগ এবার জোনভিত্তিক, বাড়ছে বিদেশি সংখ্যাও
পরের আই লিগে বদল হচ্ছে ফর্ম্যাটের। এবার জোনভিত্তিক খেলা হবে আইলিগ। সেরা আটটি দল খেলবে মূলপর্ব। আই লিগে বাড়ল বিদেশি সংখ্যা। পরবর্তী আই লিগ থেকে প্রথম একাদশে খেলতে পারবে চার বিদেশি। ঘরোয়া লিগে বিদেশির ফুটবলারের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘরোয়া লিগে এবার থেকে তিনের বদলে খেলানো যাবে দুজন বিদেশি।
পরের আই লিগে বদল হচ্ছে ফর্ম্যাটের। এবার জোনভিত্তিক খেলা হবে আইলিগ। সেরা আটটি দল খেলবে মূলপর্ব। আই লিগে বাড়ল বিদেশি সংখ্যা। পরবর্তী আই লিগ থেকে প্রথম একাদশে খেলতে পারবে চার বিদেশি। ঘরোয়া লিগে বিদেশির ফুটবলারের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘরোয়া লিগে এবার থেকে তিনের বদলে খেলানো যাবে দুজন বিদেশি।
সামনের আইলিগ থেকে প্রথম একাদশে একজন অনূর্ধ্ব তেইশ ফুটবলার খেলানো বাধ্যতামূলক করল ফেডারেশন। এদিকে,পরের আইলিগ থেকে খেলতে দেখা যাবে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি দলকে। জিন্দাল গোষ্ঠীর দল ও মুম্বই টাইগার্সকে আইলিগে খেলার জন্য ছাড়পত্র দিল ফেডারেশন। বদল হল ফেডারেশন কাপের ফরম্যাটেরও।