Chelsea: ল্যাম্পার্ডকে প্রাক্তন করে নতুনের হাতে স্টারলিংদের দায়িত্ব দিল চেলসি

Chelsea announce Mauricio Pochettino as new manager: ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড অতীত। চেলসি বেছে নিল তাদের নতুন কোচ মাউরিসিও পোচেতিনোকে। দুই বছরের চুক্তিতে এলেন প্রাক্তন পিএসজি কোচ। দেখা যাক স্টারলিংরা আগামী মরসুমে কী করতে পারেন!

Updated By: May 29, 2023, 08:56 PM IST
Chelsea: ল্যাম্পার্ডকে প্রাক্তন করে নতুনের হাতে স্টারলিংদের দায়িত্ব দিল চেলসি
পোচেতিনো নিলেন চেলসির দায়িত্ব

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসন্ন প্রিমিয়র লিগে (Premier League 2023/24) চেলসি (Chelsea) ঘুরে দাঁড়াতে চায় নতুন ম্যানেজারের হাত ধরে। অন্তর্বর্তী কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের (Frank Lampard) সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করে নিল 'দ্য ব্ল্যুজ'। চেলসির দায়িত্ব নিলেন মাউরিসিও পোচেতিনো (Mauricio Pochettino)। ৫১ বছরের আর্জেন্টাইন ২০২১-২২ মরসুমে ছিলেন পিএসজি-র (PSG) দায়িত্বে। এবার ফরাসি লিগ থেকে পোচেতিনো এলেন প্রিমিয়র লিগে। পোচেতিনোর সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে চেলসির। সুযোগ থাকবে আরও এক বছর চুক্তি বাড়িয়ে নেওয়ার।

কিংবদন্তি ল্যাম্পার্ডের কোচিংয়ে চেলসি চলতি মরসুমে লিগ তালিকায় ১২ নম্বরে শেষ করেছিল। ৩৮ ম্য়াচে মাত্র ৪৪ পয়েন্ট আসে চেলসির ঝুলিতে। ১১টি জয় ও ১৬টি হারের মুখ দেখেছেন নীল জার্সিধারীরা। ড্র হয়েছে ১১টি ম্যাচ। চেলসি মোট ৩৮ গোল করেছে। হজম করেছে ৪৭ গোল। ছ'বারের লিগ জয়ী ক্লাব চাইবে ২০২২-২৩ মরসুম ভুলে যেতে। চেলসি বিবৃতি দিয়ে জানিয়েছে, 'মাউরিসিওর অভিজ্ঞতা, উৎকর্ষের মান, নেতৃত্ব দেওয়ার গুণ ও চরিত্র চেলসিকে এগিয়ে নিয়ে যাবে। ও একজন জয়ী কোচ। সর্বোচ্চ পর্যায়ে একাধিক লিগে ও একাধিক ভাষায় কাজ করেছে। তাঁর নীতি, কৌশলী দৃষ্টিভঙ্গি এবং উন্নয়নের প্রতিশ্রুতি সবই তাঁকে ব্যতিক্রমী প্রার্থী করেছে।'

পোচেতিনো পিএসজি ছাড়াও সাউদাম্পটন এবং প্রিমিয়ার লিগে চেলসির তীব্র প্রতিদ্বন্দ্বী টটেনহ্যামের কোচ ছিলেন। পিএসজির-তে লিগ ওয়ান, ফরাসি সুপার কাপ এবং ফরাসি কাপ দিয়েছিলেন। জেসুস পেরেজ, মিগুয়েল ডি'আগোস্টিনো, টনি জিমেনেজ এবং সেবাস্তিয়ানোর মতো সাপোর্ট স্টাফরা পোচেতিনোর সঙ্গে কাজ করেছেন। তাঁরাও চেলসিতে আসছেন। ২০২১ সালে চেলসি তাদের দ্বিতীয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল। এখন বায়ার্ন মিউনিখের যিনি প্রধান কোচ, সেই থমাস টুচেল চেলসিতে ফুল ফুটিয়ে ছিলেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.