RCB vs CSK: রুদ্ধশ্বাস ম্যাচে ধোনিদের অবিশ্বাস্য জয়! দুরন্ত লড়েও পারল না আরসিবি

Chennai Super Kings beats Royal Challengers Bangalore by eight runs: আরসিবি-র মুখ থেকে জয়ে তুলে কার্যত ছিনিয়ে নিল সিএসকে। কিন্তু ম্যাচ যেভাবে এগিয়ে যাচ্ছিল, তাতে করে মনে হচ্ছিল যে, শেষ হাসি সম্ভবত ঘরের টিমের জন্যই তোলা থাকবে!   

Updated By: Apr 18, 2023, 03:34 PM IST
RCB vs CSK: রুদ্ধশ্বাস ম্যাচে ধোনিদের অবিশ্বাস্য জয়! দুরন্ত লড়েও পারল না আরসিবি
ধোনির পাখির চোখ বলে! ছবি-আইপিএল

চেন্নাই সুপার কিংস ২২৬/৬
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২১৮/৮ 
সিএসকে জয়ী ৮ রানে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-টোয়েন্টি ফরম্যাটে যে দল প্রথমে ব্যাট করে ২০০-র বেশি রান তুলে ফেলতে পারে, সে দল নিঃসন্দেহে একটু নিশ্চিন্তে থাকতে পারে। সেখানে আরও ২৬ রান যোগ করা গেলে, আরও ভালো। তবে ২২৬ রান করেও এদিন প্রায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) কাছে ম্যাচটা হেরেই যাচ্ছিল এমএস ধোনির (MS Dhoni) চারবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তবে টি-২০ ক্রিকেটের এটাই মজা, ভরপুর বিনোদনের ম্যাচে যখন তখন যা ঘটতে পারে, আর এমন কিছু ঘটনা ঘটে গেল বলেই সিএসকে সোম সন্ধ্যায় চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium, Bengaluru) আরসিবি-কে (RCB vs CSK) আট রানে হারিয়ে দিল।

এদিন টস হেরে চেন্নাই প্রথমে ব্যাট করে। ডেভন কনওয়ে ঝড় আছড়ে পড়েছিল চিন্নাস্বামীতে। বাঁ-হাতি কিউয়ি ব্যাটার তাণ্ডব দেখাতে শুরু করেছিলেন ওপেন করতে নেমে। ৪৫ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে আরসিবি-র বোলারদের মানসিকতাই গুঁড়িয়ে দিয়েছিলেন তিনি। ১ ঘণ্টা ১৩ মিনিট ক্রিজে থেকে কনওয়ে ব্যাট করেন ১৮৪.৪৪ এর স্ট্রাইক রেটে। ৬টি চার ও ৬টি ছয় আসে তাঁর ব্যাট থেকে। কনওয়ের পথেই হেঁটেছিলেন চারে ব্যাট করতে নামা শিবম দুবে। খুনে মেজাজে ব্যাট করে তিনি ২৭ বলে ৫২ রানের ক্যামিও ইনিংস খেলে যান। ২টি চার ও ৫টি ছয় মারেন শিবম। মাঝে অজিঙ্কা রাহানে এসেও জ্বালিয়ে দিয়ে গিয়েছিলেন। ২০ বলে ৩৭ রানের ইনিংস খেলে ঘড়ির কাঁটা উল্টোদিকে ঘুরিয়ে দেন তিনি। কনওয়ে-রাহানে-শিবমের ব্যাট ভর করে চেন্নাই শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে তুলে ফেলে ২২৬।

আরও পড়ুন: WATCH: ফাঁকা স্টেডিয়ামে তরুণীর 'অন্য' প্রস্তাব! তারকা ক্রিকেটার বললেন, 'তুমিই একমাত্র...'?
 

এই রান তাড়া করতে নেমে যে কোনও দলই থাকে প্রবল চাপে। আরসিবি-ও কিন্তু সেই চাপে পড়ে গিয়েছিল। দু'ওভারের মধ্যে তাদের দুই উইকেট চলে যায় মাত্র ১৫ রানে। দলের সুপারস্টার বিরাট কোহলি এদিন ওপেন করতে নেমে আকাশ সিংয়ের বলে বোল্ড হয়ে যান। বিরাট মাত্র চার বলে ছয় রান করেছিলেন। তিনে নামা মহিপাল লোমরোর পাঁচ বলে কোনও রান না করেই ফিরে যান। তবে আরসিবি-র শুরুর চাপ ঝড়ের বেগে কাটিয়ে দেন ফাফ দু প্লেসিস ও গ্লেন ম্যাক্সওয়েল। অজি-প্রোটিয়া জুটি চেন্নাইয়ের বোলারদের নামিয়ে আনেন ক্লাব স্তরে। ৬১ বলের পার্টনারশিপে তাঁরা স্কোরবোর্ডে যোগ করেন ১২৬ রান। বলতে গেলে কোনও বলই তাঁরা মাঠে রাখবেন না বলে ঠিক করে নিয়েছিলেন। ৩৬ বলে ৭৬ রান করে ফেরেন ম্যাক্সওয়েল। অন্যদিকে ৩৩ বলে ৬২ রান করে আউট হন অধিনায়ক ফাফ। এই দুই ব্যাটার যখন ক্রিজে ফিরে যায় তখন আরসিবি ১৪ ওভারে ১৫৯ রান তুলে ফেলেছে। জয়ের গন্ধ পাচ্ছিলেন তাঁরা। চেন্নাইয়ের শুধু হতশ্রী বোলিংই নয়, দোসর ছিল অত্যন্ত খারাপ ফিল্ডিং। চারটি ক্যাচ মিস করে ধোনির টিম। ছয়ে নেমে দীনেশ কার্তিক (১৪ বলে ২৮) ও সাতে নামা সুযশ প্রভুদেশাই (১১ বলে ১৯) চেষ্টা করেছিলেন বৈতরণী পার করানোর, কিন্তু ধোনির মাথা ও শেষ মুহূর্তে তাঁর দলের বোলারদের খানিক ভালো পারফরম্যান্সে এই ম্যাচ বার করে আনে সিএসকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.