Rizwan-Pujara: রিজওয়ানকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নেটদুনিয়ায় ভাইরাল পূজারা

সাসেক্স পূজারার পঞ্চম কাউন্টি চ্যাম্পিয়নশিপ ক্লাব। এর আগে ভারতের তারকা ব্যাটার ডার্বিশায়ার, ইয়র্কশায়ার (২ বার) ও নটিংহ্যামশায়ারের (Nottinghamshire) হয়ে খেলছেন। অন্যদিকে রিজওয়ান কেরিয়ারে প্রথমবার কাউন্টি ক্রিকেটের স্বাদ নিয়েছেন। কাউন্টি খেলার সুবাদে দুয়ের মধ্যে দারুণ সম্পর্কও গড়ে ওঠে। পূজারার ভূয়সী প্রশংসাও করেছেন রিজওয়ান। 

Updated By: Jun 1, 2022, 07:33 PM IST
Rizwan-Pujara: রিজওয়ানকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নেটদুনিয়ায় ভাইরাল পূজারা
রিজওয়ানের জন্মদিনে পূজারার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের তারকা উইকেটকিপার-ব্য়াটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ৩০-এ পা দিলেন বুধবার। সম্প্রতি রিজওয়ানের সঙ্গে এক ড্রেসিংরুম ভাগ করে নিয়েছেন ভারতের টেস্ট মহারথী চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। জন্মদিনে কাউন্টি ক্লাবের সতীর্থ রিজওয়ানকে টুইটারে শুভেচ্ছা জানালেন সৌরাষ্ট্রের ব্যাটার। পূজারা লেখেন, "জন্মদিনের শুভেচ্ছা রিজওয়ান। আগামী বছর দারুণ কাটুক।" এই পোস্ট নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

সাসেক্সের (Sussex) হয়ে রিজওয়ান-পূজারা কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু (County Championship Division 2) খেলছেন। চলতি বছর ডার্বিশায়ারের (Derbyshire) বিরুদ্ধে সাসেক্স অভিষেক হয় পূজারা-রিজওয়ানের। ম্যাচের আগে সাসেক্স ডেবিউ ক্যাপ তুলে দিয়েছিল ইন্দো-পাক হেভিওয়েটকে। এই দুই ক্রিকেটার একে অপরকে জড়িয়ে ছবিও তুলেছিলেন। সেই ছবি সাসেক্স টুইট করার সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছিল। 

সাসেক্স পূজারার পঞ্চম কাউন্টি চ্যাম্পিয়নশিপ ক্লাব। এর আগে ভারতের তারকা ব্যাটার ডার্বিশায়ার, ইয়র্কশায়ার (২ বার) ও নটিংহ্যামশায়ারের (Nottinghamshire) হয়ে খেলছেন। অন্যদিকে রিজওয়ান কেরিয়ারে প্রথমবার কাউন্টি ক্রিকেটের স্বাদ নিয়েছেন। কাউন্টি খেলার সুবাদে দুয়ের মধ্যে দারুণ সম্পর্কও গড়ে ওঠে। পূজারার ভূয়সী প্রশংসাও করেছেন রিজওয়ান। 

সম্প্রতি পূজারার সঙ্গে খেলার প্রসঙ্গে রিজওয়ান এক জায়গায় বলছেন, "বিশ্বাস করুন, আমার পূজারার সঙ্গে খেলার সময়ে বিস্মিত হইনি। উল্টে আমির ওর সঙ্গে মজা করেছি, প্রচুর জ্বালাতনও করেছি। পূজারা দারুণ একজন মানুষ। ক্রিকেটের ওপর ওর ফোকাস অবিশ্বাস্য। প্রত্যেকের থেকেই কিছু না কিছু শেখার থাকে। সেই সুযোগ নিতে হয়ে। ক্রিকেটারার একটা বড় পরিবাবের অংশ। আমি পাকিস্তানের হয়ে খেলছি এবং আমার ভাই খেলছে অস্ট্রেলিয়ার হয়ে। তাহলে অবশ্যই আমি তাকে আউট করতে চাইব। কারণ আমি দেশের হয়ে খেলছি। কিন্তু লড়াই শুধু মাঠেই সীমাবদ্ধ। বাকি সময় আমরা পরিবার। আমি যদি বলি বিরাট কোহলি,পূজারা, স্মিথ ও রুট আমাদের, তাহলে কিছু ভুল বলব না। কারণ সবাই এক পরিবারের সদস্য।" ভারত-পাকিস্তানের ফ্যানরা এই দুই ক্রিকেটারকে এক সঙ্গে দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়েছেন।

আরও পড়ুন: ICC Men's T20 World Cup 2024: চব্বিশ দেখবে ২০ দলের টি-২০ বিশ্বযুদ্ধ!

আরও পড়ুনSourav Ganguly: 'নতুন কিছু শুরুর পরিকল্পনা...!' সৌরভের টুইটে জল্পনা, রহস্যভেদ করল জি ২৪ ঘণ্টা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.