শেষ ম্যাচে শতরান করলেন ক্রিস গেইল

একদিনের ম্যাচে আর না খেললেও  চারদিনের ম্যাচে মাঠে নামার ইচ্ছে রয়েছে ক্রিস গেইলের৷

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Oct 8, 2018, 02:00 PM IST
শেষ ম্যাচে শতরান করলেন ক্রিস গেইল

নিজস্ব প্রতিবেদন : ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল আগেই জানিয়েছিলেন, জামাইকার হয়ে এটাই কেরিয়ারের শেষ লিস্ট-এ ম্যাচ৷ সেই শেষ ম্যাচেই বার্বাডোজের বিরুদ্ধে শতরান করলেন গেইল। শুধু তাই নয়, বল হাতে নিলেন একটি উইকেট। জামাইকার হয়ে কেরিয়ারের শেষ লিস্ট-এ ম্যাচে ক্যাপ্টেন হিসেবেই মাঠে নামেন ক্রিস গেইল৷ মূলত গেইলের দাপটেই বার্বাডোজকে রিজিওনাল সুপার-৫০-র গ্রুপ ম্যাচে ৩৩ রানে হারাল জামাইকা। জামাইকার তরফে শেষ ম্যাচে অধিনায়কত্ব করেন  গেইল। কেরিয়ারের শেষ ডোমেস্টিক লিস্ট-এ ম্যাচে শতরান করে বিদায়বেলা স্মরণীয় করে রাখেন তিনি৷ ১০টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১১৪ বলে ১২২ রান করেন গেইল৷ প্রথমে ব্যাট করে জামাইকা ২২৬ রান তোলে৷ জবাবে বার্বাডোজ অলআউট হয়ে যায় ১৯৩ রানে৷

ম্যাচের পর গেইল বলেন, "জামাইকার হয়ে শেষ ৫০ ওভারের ম্যাচে সেঞ্চুরি করে দারুণ লাগছে৷ ক্যাপ্টেন হিসাবে শেষ ম্যাচে দলকে জেতানো অত্যন্ত আনন্দের৷ আমার মধ্যে এখনও যথেষ্ট রসদ রয়েছে৷ তবে ক্রিকেটের বাইরেও একটা জীবন রয়েছে৷ আমার একটা পরিবার রয়েছে৷ যাদের সময় দেওয়া আমার কর্তব্য৷ ২৫ বছর ধরে ক্রিকেট খেলতে পারা সাধারণ বিষয় নয়৷ সময় পেলে সাবাইনা পার্কে একটা চারদিনের ম্যাচ অবশ্যই খেলব৷ আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপও খেলতে চাই৷"  ঘরোয়া ক্রিকেটে একদিনের ম্যাচে আর না খেললেও  চারদিনের ম্যাচে মাঠে নামার ইচ্ছে রয়েছে ক্রিস গেইলের৷ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেটে ফেরারও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি৷ বিশ্বব্যাপী ঘরোয়া টি-২০ লিগ খেলে বেড়ানো গেইল ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দলে ফিরেছেন বেশ কিছুদিন হল৷ আপাতত ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপে অংশ নেওয়াই তাঁর পাখির চোখ৷ ঘরোয়া টি-টোয়েন্টির পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটও চালিয়ে যাবেন৷

 

.